মাতৃত্বের স্বাদ যেন অমৃত। আর আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে পড়ি, কারণ আমি সেই স্বাদ গ্রহণ করতে পেরেছি। প্রকৃত নারী হিসেবে যখন নিজেকে দেখি যে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে সেটা আমার দুটি সন্তান। যখন প্রথমবারের মতো শুনলাম আমি মা হচ্ছি, বারবার আয়নাতে নিজের চেহারাটি দেখতাম আর বলতাম হ্যাঁ, মা হব আমি। এবার একটু আমার মাকে নিয়ে যদি বলি, সে মা কিন্তু চাকরিজীবী মা, তেত্রিশ বছর আগের চাকরিজীবী বাবা-মায়ের সন্তান আমি। তাই এখনো বাবা-মাকে কাছে পাওয়ার আকুলতা রয়েই গেছে। কারণ পরিবারের অন্য সদস্যদের বেশি কাছে ছিলাম, আর যখন নিজে মা হলাম মনে হতো সর্বসময় উৎসর্গ ওদের জন্য। কিন্তু দীর্ঘ এক দশক বিলেত যাপন করার পর দেশের মাতৃত্বকালীন উপদেশ এবং বিদেশের মাতৃত্বকালীন করণীয় কাজের মধ্যে যথেষ্ট পার্থক্য আমি খুঁজে পাই। আমি মনে করি আমরা যারা দেশের বাইরে এক কঠিন দশ মাস দশ দিন পার করি আবার যারা এই যাত্রায় প্রথমবার থাকি তাদের আসলে কৌতূহলের শেষ থাকে না। এখানে এই যাত্রায় জীবনসঙ্গীর কতটা প্রয়োজন সেটাও আমি অনুভব করতে থাকি। মূলত এই বইটি প্যারেন্টিং নিয়ে লেখা হয়েছে, যেখানে আমি বোঝাতে চেয়েছি প্যারেন্টিং আসলে শুধু মাদারহুড বা মাতৃত্ব নয় এখানে ফাদারহুড বা পিতৃত্বেরও সমান কর্তব্য বিদ্যমান এবং মাতৃত্ব ও পিতৃত্ব দুটি আলাদা শব্দ হলেও একটি সন্তানকে বিকশিত করতে হলে একত্র হওয়ার কোনো বিকল্প নেই। এই লেখাতে আমার বাস্তব জীবনের মাতৃত্বকালীন সময়গুলোর বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যে পার্থক্য আমি বুঝতে পেরেছি আমাদের বাংলাদেশের তথাকথিত সময়ের এবং লন্ডনে থাকাকালীন সময়ের যে সুব্যবস্থায় আমি সুস্থ ও সুন্দরভাবে আমার সন্তানদের পৃথিবীর আলো দেখাতে পেরেছি সেই অভিজ্ঞতা নিয়েই লিখেছি। বিভিন্ন সময়ে নিজের কৌতূহল থেকেই কোনটি সঠিক পদ্ধতি সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে পালন করার সঙ্গে সঙ্গে মাতৃত্বকালীন বিভিন্ন সময় ও স্তর নিয়ে রিসার্চ করার মাধ্যমেই আসলেই এই পার্থক্যগুলো তুলে ধরা। এই লেখটি সত্যিই যেন আমার আপেক্ষিক জীবনের দ্বন্দ্বের সঙ্গে আমার সহজসরল কথামালা। আমি বলব না আমার জীবনসঙ্গীর কাছে তার পিতৃত্বকালীন সময়ে সবকিছু সে বলতে পেরেছে যা কি না, সে চেয়েছে। অনেক ভুলভ্রান্তির মাঝেই আমাদের এই পিতৃত্ব ও মাতৃত্বকালীন সময় আমরা পার করেছি। কিন্তু প্রতিটি স্তরে কিছু না কিছু লিখেছি। ভুলে ভরা জীবন আর যে জীবনে শিক্ষার কোনো শেষ নেই, সেই ক্ষণপ্রিয় মুহূর্ত আর বিস্ময় নিয়ে আমার এই লেখা, প্রথম বইতে আপনাদের স্বাগত।