একটি গবেষণা কাজের পূর্ণাঙ্গ বিবরণী সাধারণত গবেষণাপত্রে হরহামেশাই পড়তে পারা যায়, কিন্তু বাংলা ভাষাতে এর অভাব চরমে। যার ফলে শিক্ষকরা যখন তার ছাত্রদেরকে গবেষণার কাজে উদ্বুদ্ধ করে, তখন রেফারেন্স বই কিংবা গবেষণাপত্রের সন্ধান হিসেবে ইংরেজি ভাষার বই-গবেষণাপত্রই দিয়ে থাকেন। এতে যেমন ছাত্রছাত্রীদের বুঝতে কষ্ট হয়, তেমনি তারা গবেষণার কাজটিও পরিচালনায় অধিক সময় ব্যয় করে ফেলে। যার ফলশ্রুতিতে, যে গবেষণার কাজের সময়সীমা ছয় মাসের বেশি হওয়ার কথা না, তার জন্য দুই বছরের বেশি সময় তার জীবন থেকে চলে যায়। এতে যেমন সে নিজে অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়, তেমনি মানসিকভাবে বিপর্যস্তও হয় অনেক সময়। একজন ছাত্র তার জীবনের যেই সময়ে গবেষণার কাজ শুরু করবে, তাকে তৈরি হতে হবে সেই সময়ের আগেই। সেই ক্ষেত্রে বর্তমানের এই বই তাকে একটি গবেষণা কাজের নানা দিক বুঝে নিতে সাহায্য করবে। বইটার বিভিন্ন অধ্যায়ে একটি গবেষণা কাজের বর্ণনার সাথে সাথে প্রয়োজনীয় সকল নথিপত্র যেমন প্রধান করা হয়েছে, তেমনি যথাযথ চিত্রের সাহায্যে কাজটির বিভিন্ন ধাপের উপযোগী ধারণাও দেয়া হয়েছে। আশা করি এতে একজন ছাত্রের কাছে একটি গবেষণা কাজের সম্যক ধারণা স্পষ্ট হবে। যার ফলে ঐ ছাত্র তার নিজের গবেষণা কাজকেও বিভিন্নভাবে ভাগ করে নেয়ার প্রক্রিয়া জানবে, যা তার নিজের গবেষণার অভিজ্ঞতাকে ভিজুয়ালাইজেশনে: সাহায্য: করবে