আমি আমার যন্ত্রনাই লিখি, যাপন করি। এমন কি শোককে শক্তিতে রূপান্তর করি অহরহ। এই রূপান্তরের খেলায়, টিকে থাকা নামের অস্তিত্ব লড়াইয়ে আমার সাথে থাকে প্রেম আর ভালোবাসা। প্রেম হাসায়, প্রেম ভাসায়, প্রেম আনে গতি, প্রেম-ই আবার দিন শেষে দিয়ে যায় করুণ পরিনতি। মানুষের জীবনের সাথে প্রেম খুব নিবিড়ভাবে জড়িয়ে আছে। আমরা প্রতিনিয়তই ভালবাসি। নারী, পুরুষ, ট্রান্স, বাইনারি, নন-বাইনারি দিন শেষে সবাই ভালোবাসায় জড়িয়ে, মায়ায় থাকতে চায়। কিন্তু কখনো কখনো সমাজে বিরাজমান নানা ধরণের কুসংস্কার বা বেড়াজালের মাঝে সীমাবদ্ধ থেকে যায় প্রেম। শেষ পর্যন্ত আর সেই অবাধ ভালোবাসা এইসব বেড়াজাল থেকে মুক্তি পায় না। শুধু থেকে যায় কিছু মায়া, স্মৃতি আর মুহূর্তের বিলাপ। কখনো কখনো আত্মসম্মান হারাবার ভয় বা কখনো সব হারিয়ে অপমানিত হয়ে নিঃস্ব হয়ে পথের দিকে নিষ্পলক তাকিয়ে থাকা উপহার দেয় প্রেম। হয়তো আমার এই লেখায় মিল আছে অনেক শ্রেণির মানুষের জীবনের। যারা হয়তো বলতে চান অনেক কিছু, কিন্তু গুছিয়ে বলা হয় না, বা সময় ধরা দেয় না। তারপরেও আমাদের বেঁচে থাকা চলে প্রবাহমান নদীর মতো। কান্না করতে না পেরে হয়ত বোবা হয়ে গেছে অনেক প্রাণ। পছন্দের বা প্রিয় হয়তো চিরতরে হারিয়ে গেছে জীবনের তালিকা থেকে, সেইসব মানুষের জীবনে হয়তো একটু হলেও স্বস্তির বাতাস বইতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন