জীবনে প্রথমবার, কখন, কার প্রেমে পড়েছিলেন মনে আছে? প্রথম ভালো লাগার সেই অপরিণত, দমকা বাতাসের মতো অনুভূতিগুলো কেমন ছিল? প্রচণ্ড ভালোবাসা অথচ বুকের মধ্যে বলতে না পারার ব্যথার বুদবুদ! রূপারও ওই একই দশা। রকি ভাইয়ার হম্বিতম্বি আর শাসনে অভ্যস্ত হলেও আজকাল রূপার ভীষণ মন খারাপ হয়। শুধু তাই নয়, রকি ভাইয়ার জন্য বুকের ভেতর এক রকমের চিনচিনে ব্যথা হয়। রূপা জানে না এই অনুভূতির নাম কী। তবে সে একসময় অবাক হয়ে লক্ষ্য করল, সে আসলে রকি ভাইয়ার প্রেমে পড়েছে। রূপার ষোড়শী হৃদয়ের অপরিপক্ক প্রেম সময়ের সাথে সাথে পরিণত হয় কিন্তু প্রকাশের পথ পায় না। নিজের মনের মধ্যে, আপন ভুবনে চলে নিবিড় সে ভালোবাসার কথোপকথন। অথচ রকি একদম পাত্তা দেয় না রূপাকে। কারণ তার দায়বদ্ধতা অনেক। রকি বরং তার দিকে ধেয়ে আসা রূপার ভালোবাসার মাধবী লতাটি সযত্নে, পরম মমতায় তুলে দেয় তার যথাযোগ্য স্থানে। আবির্ভাব ঘটে এক তরুণ ডাক্তারের। ডাক্তার আশিক প্রথম দেখাতেই এই অল্পবয়সী, খেয়ালী মেয়েটির প্রেমে পড়ে যায়। ত্রিভুজ ভালোবাসার টানাপোড়েনে তৈরি হয় এক অদ্ভুত ময়াজাল। 'তোমাতে করিব বাস' ত্রিভুজ প্রেমের একটি দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প