বঙ্গবন্ধুর স্বাস্থ্য কথন' বইটিতে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্যখাতে অবদানের ছবি ফুটে উঠেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে। তাঁর ব্যক্তি জীবন নিয়েও রয়েছে নানা গ্রন্থ কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান কতখানি তা এখনো অনেক বাংলাদেশীর কাছে অজানা বঙ্গবন্ধুর স্বাস্থ্য কথন' বইটিতে উঠে এসেছে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগতভাবে ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও নানা পরামর্শের কথা। একই সাথে, গ্রন্থটিতে বঙ্গবন্ধুর স্বাস্থ্য বিষয়ক ভাবনার বিষদ বিবরণ প্রকাশ পেয়েছে। গ্রামীন ও নগর স্বাস্থ্যের বিভিন্ন দিক মাতৃ ও শিশু স্বাস্থ্যের তৎকালীন অবস্থা, সংক্রামক রোগ নিরাময়ের বিভিন্ন উদ্যোগ হাসপাতাল, ওষুধ সরবরাহ ও উৎপাদন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য বইটিতে উল্লেখ করা হয়েছে। আর এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালের বিভিন্ন জরিপ, পরিসংখ্যান পত্রিকার কপি সহ দুর্লভ নথিপত্র বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে। বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে জানতেন বা তার নিবিড় সান্নিধ্য পেয়েছিলেন এমন কিছু ব্যাক্তির সাক্ষাৎকার বইটিতে স্থান পেয়েছে, যা বইটিকে আরো আর্কষণীয় করে তুলেছে। বঙ্গবন্ধুকে আরো ভালোভাবে জানার জন্য এবং যেকোন গবেষণামূলক কার্যক্রমের রেফারেন্স বই হিসেবে বইটি ব্যবহার করা যাবে।