‘একাধিক বিয়ে' শরীয়াতের বিধান—কথাটি বললেই অনেকে মনে করেন এটাকে ফরজ-ওয়াজিব টাইপের কোনো বিধান বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটি এমন নয়। মূলত যে-কোনো বিষয়ে শরীয়াতের সুনির্দিষ্ট মতামতই 'বিধান' শব্দের আওতায়। সেটা হতে পারে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান বা হালাল-হারাম, জায়েজ নাজায়েজ, মুবাহ-মাকরুহ যে-কোনো পর্যায়ের। একাধিক বিয়ের বিধান হলো, এটি ইসলামে বৈধ। তবে যোগ্যতা না থাকা সত্ত্বেও এটা নিয়ে অহেতুক ফ্যান্টাসিতে ভোগা যেমন অনুচিত, এর থেকে বেশি অনুচিত-বরং বলা ভালো ঈমানের জন্য হুমকিস্বরূপ হলো, একটি হালাল বিধানের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা।, বিভিন্ন সামাজিক বাস্তবতা ও তিক্ত উদাহরণের কারণে আমাদের দেশে একাধিক বিয়ে ট্যাবু ও ঘৃণিত কাজ হিসেবে উপস্থাপিত হলেও, ইসলামে এর বৈধতা প্রশ্নাতীত। প্রতিকূল সামাজিক বাস্তবতা ও তিক্ত উদাহরণ থাকা সত্ত্বেও ক্ষেত্র-বিশেষে কারও কারও জন্য বা সামগ্রিকভাবে সমাজকল্যাণে এটি হতে। পারে প্রয়োজনীয়, উপকারী ও শেষ সমাধান। এ-বিষয়টিকে সামনে রেখেই মিসরীয় স্কলার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উস্তাযা 'রনিয়া হাশিম' রচনা করেছেন স্বতন্ত্র এ-বইটি। একাধিক বিয়ের ব্যাপারে মানুষের নানান ভুল ধারণা, অহেতুক ফ্যান্টাসি কিংবা অবান্তর ঘৃণার মতো প্রান্তিকতা দূর করতে বইটি উপকারী হবে বলে আমরা আশাবাদী।
রনিয়া হাশিম। বহুমুখী প্রতিভার অধিকারী কর্মতৎপর একজন নারী। ২০১৬ সালে কায়রো ইনিউভার্সিটি থেকে হিউম্যান ডেভেলপমেন্ট সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রেন্টফোর্ড থেকে তিনি এমফিল সম্পন্ন করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। দেশে ফিরে একই বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে যোগদান করেন মিসরের উত্তর সিনাইয়ের বিখ্যাত আল-আরিশ ইউনিভার্সিটিতে। এছাড়াও একাধারে তিনি একজন এনএলপি থেরাপিস্ট, স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার এবং সার্টিফাইড ম্যারিটাল রিলেশনশিপ কাউন্সেলর। তার পছন্দের এসব ফিল্ডে একাডেমিক যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে জনসেবা প্রদান করতে তিনি প্রতিষ্ঠা করেছেন IConsult নামক একটি কনসাল্টিং প্রতিষ্ঠান। ব্যক্তিগত জীবনে চার সন্তানের জননী এ-মেধাবী লেখিকা এতকিছুর মাঝেও উম্মাহর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে অনলাইন-অফলাইনে বজায় রেখেছেন নানা ধরনের অ্যাক্টিভিটিস। শিক্ষাব্যবস্থার ডিইসলামাইজেশন, হিজাবফোবিয়া, ফিলিস্তিন ইস্যু-সহ উম্মাহর নানান ইস্যুতে সদা সোচ্চার দেখা যায় তাকে সোশ্যাল, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া-সহ বিভিন্ন টিভি টক-শোতে।