শিশুকাল থেকে নজরুলের কবিতার মোহে আবিষ্ট হতাম। তারুণ্যে নজরুলের কবিতাকে আদর্শ মনে করতাম। পরিপূর্ণ যৌবনে এসে পথভ্রষ্ট জাতির দিক নিদের্শক মনে করি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যতো ক্ষত আছে সেগুলো সারানোর এন্টিসেপ্টিক মনে হয় নজরুলের কবিতাকে। নজরুল মানবের মগ্ন চৈতন্যে ঝড় তোলার কবি। নজরুল সাহিত্যের নানাদিক নিয়ে ব্যাপক কাজ হলেও তার ইসলামি কবিতা নিয়ে কাজ কম হয়েছে। যা হয়েছে তা যথেষ্ট নয়। যারা এ বিষয়ে আলোচনা করেছেন তারা অধিকাংশই নজরুলের অধ্যাত্মিক ইসলাম নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক ইসলাম ভাবনা নিয়ে আলোচনা করেননি। নজরুল যেহেতু সব মানুষের জন্য লিখেছেন তাই সবাই নজরুলকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু নজরুল নিজের সম্পর্কে কী বলেছেন-সেটা নিয়েও কাজ করা দরকার। নিজের মানস গঠন নিয়ে নানা কবিতায় নজরুল কথা বলেছেন। সেই কথাগুলো একত্রিত করলে দেখা যায় তিনি মানুষের পক্ষে লেখনি ধারণের অনুপ্রেরণা নিয়েছেন ইসলাম থেকে। তিনি যে সাম্য ও মানবতার রূপরেখা প্রণয়ন করেছেন তাও ইসলামের আদলে। তিনি ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান মিলন চেয়েছিলেন। এই চিন্তাও পেয়েছিলেন মদিনা সনদ তথা ইসলাম থেকেই। নজরুলের কবিতায় চেতনে-অবচেতনে ইসলামের যে অনুপ্রবেশ ঘটেছে তা ভারতবর্ষের জাতীয় মননকে সমৃদ্ধ করেছে। নজরুলের কবিতা দিয়ে প্রমাণ করা যায় তিনি ইসলামি রাষ্ট্রের রূপরেখাও প্রণয়ন করেছিলেন। বিদায় হজ্জের ভাষণ এবং মদিনা সনদ পর্যালোচনা করে নজরুলের এসব দিক নিয়ে এ গ্রন্থে আলোচনা করেছি। পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নজরুল কবিতায় কীভাবে ইসলামকে উপস্থাপন করেছেন তার আলোচনাই মূলত এ গ্রন্থের বিষয়। যৌক্তিকতা বিচারের খাতিরে পুরাণ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এ গ্রন্থকে নজরুলের কবিতায় ইসলাম ভাবনার অবতরণিকা হিসেবে গ্রহণ করা যেতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে পরিপূর্ণ গবেষণা করার চূড়ান্ত ইচ্ছে আছে। আমি মনে করি নজরুল ইসলামের কবিতায় ইসলাম ভাবনা যদি বাংলাদেশের মানুষ জানতে পারে তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার সাহস অর্জন করার পাশাপাশি আত্মমুক্তির পথ-নির্দেশনাও পাবে। তাই কুরআন-হাদিস ঘেঁটে তার সঙ্গে নজরুল চিন্তার মিলন দেখিয়েছি। এ গ্রন্থ নজরুলকে খণ্ডিত করে উপস্থাপন নয় বরং নজরুল জীবনের খণ্ডিত অংশের বিস্তৃত বিবরণের মুখবন্ধ হিসেবে বিবেচনা করতে হবে। আলোচনার পাশাপাশি নজরুলের যেসব কবিতায় ইসলামি দর্শন বা চিন্তা প্রাধান্য পেয়েছে সেগুলোও সংযোজন করেছি। আমার বিশ্বাস- নজরুল প্রদর্শিত চেতনা যদি কারো ভেতরে প্রবেশ করে তবে সে চূড়ান্ত সফলতার মার্গ স্পর্শ করবে।