কবিতা হচ্ছে সাহিত্যের নিগুঢ় নির্যাসমিশ্রিত ছান্দসিক শৈল্পিক উপস্থাপন, যা মানুষের হৃদয়ে দোলা দিয়ে যায়। কথাসাহিত্য হচ্ছে ঘটনার পরম্পরায় নান্দনিক জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া দিনলিপির রূপক উপস্থাপন। এই কথাশিল্পীকে আপাদমস্তক পড়তে গিয়ে আমার তাই মনে হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আকণ্ঠ গিলে খাওয়া লেখক মাহবুব খান। সমুদ্রের জলোচ্ছ্বাস এবং মংলা, কাটাখাল, কুমারখালী, দাউদখালী পরিবেষ্টিত নদীর উথালপাথাল টেট মোকাবেলা করে জীবনকে অত্যন্ত নিবিড়ভাবে উপলব্ধি করেছেন তিনি। তাই তাঁর কথামালায় স্বভাবতই ফিরে এসেছে নদী। লঞ্চ, নদী ও একটি বিমূর্ত রাতের ঘটনাবহুল সময় তাঁর লেখার মূল উপজীব্য। ঘটনাক্রমে লঞ্চযাত্রায় আবীরের সফরসঙ্গী হয় নূপুর। রাতের নিস্তব্ধতা ভাঙে পূর্ণিমার চাঁদ। হাতছানি দেয় তারাখচিত বিশাল আকাশ। আলাপচারিতায় সাহিত্য, রাজনীতি, সমাজের অন্তর্দাহ, সৃষ্টিতত্ত্ব, মুক্তিযুদ্ধ ও প্রেম সবই উঠে আসে। এগোতে থাকে গল্প উত্তেজনা ও উৎকণ্ঠার ভেতর দিয়ে। বাকিটা না হয় থাক পাঠকের জন্য। উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে কালজয়ী ঔপন্যাসিকদের প্রথম উপন্যাসের মতোই কথাশিল্পী ও কবি মাহবুব খানের 'জলনূপুরের রাত' পাঠকহৃদয়ে রেখাপাত করবে। উপন্যাস ও লেখকের জনপ্রিয়তা আকাশচুম্বী হোক এই কামনা রইলো। এবিএম সোহেল রশিদ অভিনেতা, কবি ও ঔপন্যাসিক
কবি মাহবুব খান কবি ও ঔপন্যাসিক মাহবুব খান বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে ১৯৬৫ সালের ২৪ মে ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম নূর মােহাম্মদ খান রামপাল কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন। মা মরহুমা ছবুরুননেছা। ধর্মপ্রাণ গৃহিণী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএসএস (সম্মান), এমএসএস ডিগ্রী লাভ করেন। সফল সংগঠক কবি মাহবুব খান ব্যক্তিগতভাবে সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) পদে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। তিনি দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অনুশীলন সাহিত্য পরিষদ'-এর প্রতিষ্ঠাতা মহাসচিব। কবি ও ঔপন্যাসিক মাহবুব খানের স্ত্রী সাহিদা খাতুন, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সহকারী শিক্ষিকা। ছেলে আবরার শাহরিয়ার খান আনজুম এবং কন্যা মেহের দুরদানা খান রাইসাকে নিয়ে তাদের পারিবারিক জীবন। সুন্দরবন, নদী ও সাগরের অববাহিকায় সবুজ-শ্যামল প্রকৃতিতে বেড়ে ওঠার কারণেই মানব-মানবীর প্রেমের পাশাপাশি অস্তিত্ব রক্ষায় প্রেমে, দ্রোহ, ও রােমান্টিক কবি ও ঔপন্যাসিক মাহবুব খানের লেখনীতে ফুটে উঠে। প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রেমরস আস্বাদন। কবি ও ঔপন্যাসিক মাহবুব খানের লেখনী আরাে সুদূর প্রসারিত হােক সেই কামনায়।