মহিলাদের নামাজ: দুটি কথা: মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পুরুষ ও মহিলাদেরকে তিনি পৃথক পৃথকভাবে সৃষ্টি করেছেন। পুরুষ ও মহিলাদেরকে কিছু কিছু ইবাদত তিনি সমানভাবে প্রদান করেছেন। আবার পুরুষ ও মহিলাদেরকে কিছু ইবাদত তিনি পৃথকভাবে প্রদান করেছেন। কিছু ইবাদত তিনি পুরুষ ও মহিলাদেরকে সমানভাবে প্রদান করলেও তা আদায় করার পদ্ধতি করে দিয়েছেন ভিন্ন ভিন্ন। নামাজ হলো সে সকল ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পুরুষ ও মহিলাদেরকে নামাজের হুকুম দিলেও মহিলাদের জন্য উত্তম হলো ঘরে নামাজ আদায় করা। কিন্তু পুরুষ জাতির জন্য ওয়াজিব হলো মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। এমনিভাবে নামাজের বিভিন্ন রুকুন আদায়ের ক্ষেত্রেও নারী পুরুষের মধ্যে ভিন্ন বিধান দিয়েছে ইসলাম। রুকু ও সিজদা আদায়ের কথাই বলা যায়। পুরুষরা আদায় করবে একভাবে. আর মহিলারা আদায় করবে আরেকভাবে। এরপক্ষে অনেকগুলো দলিল রয়েছে। কিন্তু পুরুষ ও মহিলাদের নামাজ একই পদ্ধতিসম্পন্ন হওয়ার বিষয়ে কোনো দলিল নেই। এবিষয়ে কিঞ্চিত আলোকপাত করা হবে এ কিতাবে ইনশাআল্লাহ। কিন্তু পার্থক্য হওয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম, তাবেয়ীন এবং ফিকহের প্রসিদ্ধ চার ইমামের মতেও নামাজ আদায়ে পুরুষ ও মহিলার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। আসুন জেনে নেই এবিষয়ক কিছু সংক্ষিপ্ত আলোচনা।