দুরুসুল বালাগাত-এর রচনা পরিষদের সদস্যবৃন্দের সংক্ষিপ্ত জীবনী মুহাম্মদ হিফনি বেগ নাসিফ (র.) জন্ম ও বংশ: নাম হিফনি বেগ নাসিফ। পিতা শেখ ইসমাঈল নাসিফ। বরকাতুল হিজ মিশরের কায়রো শহরের অদূরে অবস্থিত একটি গ্রাম। এ গ্রামেই তিনি ১২৭২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের পূর্বেই পিতা ইসমাঈলের ইন্তেকাল হয়ে যায়। তাই তিনি তাঁর মামা ও দাদির তত্ত্বাবধানে লালিত-পালিত হন।
শিক্ষাজীবন: শৈশবে তিনি গ্রাম্য মকতবে কুরআনের কিছু অংশ মুখস্থ করেন। এরপর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১১ বছর বয়সে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে ১৩ বছর অধ্যয়ন করেন। অতঃপর মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম মাদরাসায় ভর্তি হয়ে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেন। এখানেই তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষা সমাপ্ত করেন। কর্মজীবন: শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি আমিরিয়া মাদরাসায় আরবি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। পরে ল' কলেজের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৮৯২ সালে তিনি জর্জকোর্টের বিচারক নিযুক্ত হন। এর কিছুকাল পর তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অধ্যাপনার কাজে যোগদান করেন। রচনাবলি: তাঁর লিখিত গ্রন্থসমূহের মধ্যে 'দুরুসুল বালাগাত' উল্লেখযোগ্য। এ গ্রন্থটি রচনাকালে তিনি িতাঁর সহকারী হিসেবে মুহাম্মদ বেগ দিয়ার, সুলতান আফিন্দি মুহাম্মদ ও মুস্তফা তনুম-এর সহযোগিতা নেন। দীর্ঘদিন ধরে এটি মিশর ও উপমাহাদেশের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া 'হায়াতুল লুগাতিল আরাবিয়্যাহ' তাঁর উজ্জ্বল কীর্তি। মৃত্যু: আল্লামা হিফনি বেগ নাসিফ (র.) ১৩৩৭ হিজরি মোতাবেক ১৯১৯ সালে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন। মাকবারায়ে শাফেয়ীতে তাকে দাফন করা হয়।