দ্য বুক অব মিরদাদ 'একটি মঠের অদ্ভুত গল্প, যাকে একসময় সিন্দুক বা নূহের নৌকা বলা হতো।' গতকাল রাতে আমি 'দ্য বুক অব মিরদাদ' বইটি পড়ছিলাম। বইটি এতটাই সুন্দর ও শক্তিশালী ছিল যে আমি ঘণ্টার পর ঘণ্টা এটিকে পড়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারিনি। তারপর হঠাৎ করে আমি অনুভব করলাম আমার শ্বাস-প্রশ্বাসের গতি পরিবর্তন হয়ে গেছে। আমি নিজেকে কান্নার প্রান্তে খুঁজে পেলাম, আর আমি বুঝতে পারছিলাম না যে এটি দুঃখ, হতাশা, সুখ, না-কি একই সঙ্গে তিনটির সমন্বয়। আমি বইটির শব্দগুলো বারবার পড়ে। এসবের অর্থ খুঁজে বের করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি পরবর্তীকালে বুঝতে পারলাম যে, বইয়ের শব্দের অর্থগুলো আমার মন সত্যিই বুঝতে পারেনি। যে শব্দগুলো মন বুঝতে পারেনি তা একজন মানুষকে এত গভীরভাবে কী করে স্পর্শ করতে পারে? এটা কীভাবে সম্ভব? এই পৃথিবীতে লক্ষাধিকের উপর বই আছে, কিন্তু মিরদাদের বইটির অস্তিত্ব অন্য যে-কোন বইয়ের চেয়ে অনেক উপরে। এটা দুর্ভাগ্যজনক যে, খুব কম লোকজন মিরদাদের বইটির সঙ্গে পরিচিত- এর সহজ কারণ হলো, এটি কোন ধর্মীয় কিতাব নয়। এটি একটি উপমা, একটি কল্পকাহিনি, কিন্তু বইটির মধ্যে রয়েছে সমুদ্র-সমান সত্য।