অনেক পাঠক অভিযোগ করেন যে, আজকাল ছোটগল্পে গল্প নেই, চরিত্রের ধরন সুস্পষ্ট নয় এবং ভাষার অতিরঞ্জিত কারুকাজে গল্প ভারাক্রান্ত। ১৭টি নারীবাদী ছোটগল্পের সংকলন গৃহপালিত স্বামী গল্পগ্রন্থের প্রতিটি গল্পে গল্প আছে, দোষেগুণে ভরা মানব চরিত্র আছে, ভাষা ব্যবহারের পরীক্ষা-নিরীক্ষা গল্পের আমেজকে ব্যাহত করেনি। গল্পগুলো নারীর জীবনকে, নারীর জীবিকাকে, নারীর অবয়বকে, নারীর আবেগকে, নারীর দাবিকে, নারীর অধিকারকে, নারীর মর্যাদাকে গুরুত্ব দিয়ে লেখা হলেও ছোটগল্পের আঙ্গিক থেকে লেখক বিন্দুমাত্র বিচ্যুত হননি। বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ঘটনায় নারীর অস্তিত্বকে, তার ভূমিকাকে, উপস্থিতিকে অস্বীকার করা হয়। লেখক এ গ্রন্থের বিভিন্ন গল্পে নারীর স্বার্থকে সমুন্নত রেখে নারীমুক্তির যৌক্তিকতা সাহিত্যরস অক্ষুণ্ন রেখে তুলে ধরেছেন। গল্পের ঘটনা আমার, আপনার, তার ঘরের কথা। আপনার-আমার আশপাশের ঘটমান বর্তমান থেকে নেওয়া বস্তুনিষ্ঠ ঘটনার গল্পগুলোতে সৃজনশীলতার প্রলেপ দেওয়া হয়েছে। নারীর জীবনবোধ, তার দৈনন্দিন যুদ্ধ পাঠকের মনের গহিন তলে নাড়া দেবে। পাঠককে মনে আফসোস নিয়ে পাঠ শেষ করতে হবে এবং কোনো কোনো গল্পের শেষের রেশ নিয়ে মন উসখুস করবে। গল্পের পটভূমি আধুনিক নগরজীবন থেকে বাংলাদেশের চর এলাকা, গল্পের প্রধান চরিত্র পদস্থ চাকরিজীবী থেকে গৃহকর্মী পর্যন্ত বিস্তৃত; যা লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল।