নি'রাকার অন্ধকার-আদৃত কড়ি'র অদৃশ্য খলবল 'ঋতু ফিরছে' না- ফেরাতে চাইছে না কালকূটের স্বর যা কিছু নেই, যা নয়- তার ডাল-পালায় আঁকা ভেঙে পড়ছে সব- অনন্ত দাঁড়িয়ে থাকার উৎসব একসাথে 'দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে আছে একা' খেয়ালের কাছে যে রঙ ধোঁয়াশা হয়ে ভাসে, সে আমি নই অধিকতর ভ্রমের আড়ালে আমিই আঁকি বিবিধ স্বত্বার 'ত্রৈ' যতটা দীর্ঘ বোধ তত দীর্ঘতর হতে পারে না বলে ছায়া অঙ্কিত সমুদ্রের নিচে মুক্তার রঙ- চিনে জলের স্ফুরণ ততোধিক অতলের বিম্বিত নির্জাস এই দগ্ধ 'দ্বি' কায়া প্রেরিত পুরুষের নির্ভার ওম ছায়া আঁকা বৃক্ষমুখ আয়নায় যতি চিহ্নে অবোধ মেঘে রোদ নিয়ে এলে ছাতিম অসুখ শিকড়ের শ্বাস কেটে 'ঘর সব পালিয়ে যাচ্ছে বাড়ির ঠিকানায়' জবার শিরা কাটা থালায় শুকিয়ে গেলে পূজার আয়োজন দৈব ব্যথার চিৎকারে হাওয়া পূরবের সুনিপুণ শূন্যতা থেকে 'এক খামে পোস্ট হয়ে আসে ঈশ্বরের দুই জীবন' ভূপাতিত গহ্বরে স্থির এক ভাসানে বোধি লাভের পর অলৌকিক ধাঁধাঁয় ছাড়াতে পারেনি 'কবি তার কবিতার সংশয়' সেইসব নক্ষত্ররা এখনও হাসে ভাস্বর রাতের মাদুলি ভেঙেই তার চোখে চোখ রেখে হাসলেই বিবিধ প্রতিবিম্বের অবক্ষয় জেনেছি আদতে 'কবি কোন চরিত্রে নাই'- থাকতে নেই এইসব মেখে মেঘঘর প্রেমে হাওয়াকাশের উজানে শুষ্ক-রুহের নামে ধৃত-রাতের কোনো মাগফেরাতের দিনে উড়ান চেয়েছিল 'চিলেঘুড়ি' মন- এখনও নিমগ্ন দেহবার একজন চৌধুরী ফাহাদ হারিয়ে গেলে পৃথিবীর কিছু নায় আসবে না অথচ কবি নয়; কবিতাই বয়ে নিয়ে যায় কবি জীবন- গভীর আঁধার
ভালো নাম আমিনুর রসুল চৌধুরী ফাহাদ। জন্ম ২০০৪ সালের ২৪ শে ডিসেম্বর। পিতাঃ আশারাফ উদ্দিন চৌধুরী। মাতাঃ স্বপ্না আক্তার। পৈত্রিক নিবাস চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। স্কুল জীবন মামার বাড়িতেই কেটে যায়। তিনি ২০২০ সালে নিজামপুর মোসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। মহাজনহাট ফজলুর বর্তমানে মহাজনহাট রহমান স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়রত আছেন। তিনি চট্টগ্রাম এর আগ্রাবাদ এলাকার সাহিত্য সংগঠন 'শব্দ কুঠির' থেকে প্রকাশিত মাসিক সাহিত্যের ছোট কাগজ 'শব্দ ফানুস' এর একজন নিয়মিত লেখক।