চা বাগানের সৌন্দর্য ও বৈচিত্র্যময় বনায়ন দেখার জন্য দেশ-বিদেশের প্রচুর মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যায়। এই সৌন্দর্যের পিছনে আছে একদল চা শ্রমিক, যাঁদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এবং হবে কিনা তা আজও অজ্ঞাত। টিলা-পাহাড়ের কোলে চা বাগানে নিয়মিত কচি পাতা গজিয়েও শ্রমিকদের জীবনে আসে না কোনও পরিবর্তনের ছোয়া। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রেক্ষাপটে চা শিল্পের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতাব্দী থেকে ভারত-উপমহাদেশে চা শ্রমিক সংক্রান্ত আইনকানুন চালু হলেও আজ পর্যন্ত শ্রমিকরা নায্য অধিকার ও নাগরিক মর্যাদা থেকে পিছিয়ে। বইটিতে বাংলাদেশে চা শিল্পে শ্রমিকদের আগমন, এ জনগোষ্ঠীর জীবনাচরণ, তাঁদের আর্থ-সামাজিক অবস্থা, যেমন- বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মক্ষেত্র ও অর্থনৈতিক অবস্থা, সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা-বিষয়ক প্রতিটি দিক আলোকপাত করা হয়েছে। এ প্রসঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের চা শ্রমিকদের অধিকার ও উন্নয়ন সর্ম্পকে আলোকপাত করা হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক আইনে তাঁদের প্রাপ্য অধিকার এবং সার্বিক কল্যাণ ও বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাঁদের জীবনযাত্রায় সমস্যা ও তা উত্তরণে সম্ভাব্য পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি গবেষক, আইনের শিক্ষার্থী, আইনজ্ঞ, নীতি-নির্ধারক, মাঠ পর্যায়ের কর্মীসহ পাঠক সমাজের চাহিদা পূরণে সহায়ক হবে।