আশির দশকের শেষ থেকে সাংবাদিকতা করতে গিয়ে খুব কাছে থেকে দেখেছেন বাংলাদেশ টেলিভিশনকে। আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন, লেখালেখি করার সময় থেকে সেই ভাবনাটা কাজ করছিল। একাত্তরের শুরু থেকে সেসব উত্তাল দিনগুলোতে কীভাবে চলেছিল বাংলাদেশ টেলিভিশন? তখন কারা কারা কাজ করতেন? কেমন ছিল তখনকার বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ, ভাবনা? পাকিস্তান শাসকদের রক্তচক্ষু আর প্রতিকূল পরিবেশের মধ্যে কীভাবে কাজ করতেন এর প্রযোজক-কলাকুশলীরা? পাকিস্তানি শাসকদের কঠোর বিধিনিষেধের বেড়াজাল ডিঙ্গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কীভাবে মার্চে টেলিভিশনে ভূমিকা রেখেছিলেন? ‘১৯৭১ ঢাকা টেলিভিশন’ গ্রন্থটিতে মূলত উঠে এসেছে যুদ্ধদিনে ঢাকা টেলিভিশনের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ঘটনার লিপিবদ্ধ ইতিহাস। গ্রন্থের পাতায় পাতায় মূর্ত হয়েছে সেসব উত্তাল দিনের অপ্রকাশিত দিনলিপি ও ঘটনার বিশদ বিবরণ। আহমেদ রেজাউর রহমান দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নিভৃতে গবেষণা করেছেন। অনুসন্ধান ও তত্ত্বতালাশ করেছেনÑ এ এক পরিশ্রমলব্ধ কাজ। মূলত এ বই আমাদের সামনে উন্মুক্ত করেছে যুদ্ধদিনের ঢাকা টেলিভিশনের না বলা অনালোকিত এক অধ্যায়কে।