রমযানের মাসায়েল সম্পর্কে বাংলা ভাষায় ছোট-বড় অনেক বই রয়েছে। সেসব বইপত্রে প্রাসঙ্গিকভাবে রমযানের কিছু আধুনিক মাসআলার আলোচনা এসেছে। কিন্তু রমযান সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের প্রয়োজনীয় আধুনিক মাসায়েল কোনো বইয়ে সন্নিবেশিত হয়নি। বক্ষমান বইটিতে রমযান সংশ্লিষ্ট প্রতিটি বিষয় যেমন- চাঁদ দেখা, রোযা, তারাবীহ, ফিদয়া, সাদাকাতুল ফিতর, ইতিকাফ, ঈদের নামায ইত্যাদির প্রয়োজনীয় সব আধুনিক মাসায়েল আলোচিত হয়েছে। বিশেষত চাঁদ দেখার ক্ষেত্রে হেলাল কমিটি ও সাধারণ মুসলমানদের করণীয় এবং এতদ সংশ্লিষ্ট বহুল আলোচিত মাসায়েল বিস্তারিত দলীল প্রমাণ সহকারে আলোচনা করা হয়েছে। প্রতিটি মাসআলার আধুনিক রূপটি প্রথমে পরিষ্কার করা হয়েছে। এরপর তার শরয়ী বিধান উল্লেখ করা হয়েছে, যাতে বিধানটি বোঝা সহজতর হয়। সকল মাসআলা কোরআন, সুন্নাহ ও ফিক্বহে ইসলামীর প্রাচীন এবং আধুনিক কিতাবাদির উদ্ধৃতি সহকারে বর্ণনা করা হয়েছে। বইটি থেকে উলামায়ে কেরাম ও তালিবুল ইলমগণ সিয়াম অধ্যায়ের প্রাচীন মাসায়েলের সাথে সাথে আধুনিক মাসায়েলের সমাধান জানতে পারবেন। আর সাধারণ মানুষদেরও বহুল প্রয়োজনীয় এসব মাসআলা জেনে আমল করতে সুবিধা হবে। এককথায় রোযা ও রমযান সংক্রান্ত প্রয়োজনীয় প্রায় সব আধুনিক মাসায়েল সম্বলিত এ বইটি মাদরাসার ছাত্র-শিক্ষক, ইমাম-খতীব এবং সাধারণ মুসলমান সকলের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।