সফর মানবজীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ। ধর্মীয় ও জাগতিক প্রয়োজনে মানুষ দেশ-বিদেশ সফর করে থাকে। আর সফর অবস্থায়ও ব্যক্তির উপর শরীয়তের বিধি-বিধান প্রযোজ্য থাকে। এজন্য একজন মুসলিম হিসেবে যে কোনো সফর শুরু করার আগে তার বিধিবিধানের জ্ঞান অর্জন করা কর্তব্য। বক্ষমান গ্রন্থে সফরের হাকীকত, হুকুম, উপকারিতা ও আদবের পাশাপাশি এর মৌলিক বিধানগুলো নীতিমালা আকারে শিরোনাম ভিত্তিক আলোচনা করা হয়েছে। তারপর এর অধীনে তৎসংশ্লিষ্ট প্রাচীন ও আধুনিক শাখাগত মাসায়েল উল্লেখ করা হয়েছে। সফরে পবিত্রতা অর্জন, নামায আদায়, রোযা পালন, যাকাত গ্রহণ, কুরবানী আদায়, ঈদ উদযাপন, তাকবীরে তাশরীক পাঠ ইত্যাদি মাসায়েল সবিস্তারে আলোচনা করা হয়েছে। স্থলপথ, জলপথ ও আকাশপথের যানবাহনে নামায আদায়ের মাসায়েল আলাদা শিরোনামে আলোচনা করা হয়েছে। বিশেষত নারীদের সফর সংক্রান্ত দরকারি সব মাসআলা এবং সফর সংক্রান্ত বহুল প্রচলিত ভুল-ত্রুটি সমূহ উল্লেখ করা হয়েছে। প্রতিটি মাসআলা কুরআন, সুন্নাহ এবং ফিকহ ও ফতওয়ার নির্ভরযোগ্য কিতাবাদির উদ্ধৃতিসহ উল্লেখ করা হয়েছে। এককথায় গ্রন্থটিতে সফর ও ইকামত সংক্রান্ত প্রয়োজনীয় প্রায় সকল মাসায়েল সন্নিবেশিত হয়েছে। তাই বইটি মাদরাসার ছাত্র-শিক্ষক, ইমাম-খতীব এবং সাধারণ মুসলমান সকলের জন্য সমানভাবে উপকারী হবে ইনশাআল্লাহ।