আলহামদুলিল্লাহ! বইটি আপনাকে অনেক প্রচলিত ভুল translation ঠিক করে দেবে। আপনি কি ব্যাখ্যাসহ জানেন নিচের বাক্যগুলো কেন ভুল : 1) I am hundred percent sure. (আমি ১০০ ভাগ নিশ্চিত) 2) I have got/gotten GPA of 5. (আমি জিপিএস ৫ পেয়েছি) 3) I say prayer. (আমি নামাজ পড়ি) 4) Walking is a good exercise. 5) They go to honeymoon. (তারা হানিমুনে যায়) 6) What is your favourite subject - math or English? (তোমার প্রিয় বিষয় কোনটি- গনিত নাকি ইংরেজি?) 7) Which is your favourite subject? (তোমার প্রিয় বিষয় কোনটি?) (8) When will you come to your sense? (তোমার বুদ্ধি হবে কবে?) 9) He has reputation. (তার খ্যাতি/সুনাম রয়েছে) 10) I am using a new computer programme. 11) They look so much alike, it is difficult who is who. (তারা দেখতে অনেকটা একইরকম, কে কোনটা বলা মুশকিল) 12) Give my compliment to him. (তাকে আমার শুভেচ্ছা দিও/জানিও) এরকম অনেক প্রচলিত ভুল translation এর রেফারেন্সসহ সমাধান পাবেন। তবে, বইতে আমারও ভুল থাকাটা স্বাভাবিক। যদি কোন ভুল চোখে পড়ে তবে অনুগ্রহকরে জানাবেন। এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।