প্রাচীন ভারতে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়' একটি গবেষণাধর্মী গ্রন্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০১৯-২০২০ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা প্রকল্পে 'প্রাচীন ভারতের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পণ্ডিত' শীর্ষক একটি গবেষণাকর্ম সম্পাদন করি। সম্পাদিত গবেষণাকর্মের পরিবর্ধিত ও পরিমার্জিত রূপ এটি। উল্লেখ থাকে যে, উপরি-উক্ত গবেষণাকর্ম থেকে ২টি প্রবন্ধ প্রকাশিত হয়। যথা : 'চট্টগ্রামের প্রাচীন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়: নির্মাণ-ইতিহাস অন্বেষণ', ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা। সংখ্যা ১০২, ডিসেম্বর ২০২০ এবং সংখ্যা ১০৩, জুন ২০২১; 'জগদ্দল বিশ্ববিদ্যালয়: প্রাচীন বাংলার গৌরব', সমাজবিজ্ঞান পত্রিকা ॥ ইস্যু ১, জানুয়ারি-জুন ২০২১, নাজমুল করিম স্টাডি সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচ্য গ্রন্থটিতে প্রাচীন ভারতের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, পাঠ্যক্রম, প্রশাসনিক কর্মকাণ্ড, আবাসিক ব্যবস্থাপনা, পৃষ্ঠপোষকতা, গ্রন্থাগার, নির্মাণ ইতিহাস, আচার্য-শিষ্য সম্পকসহ নানাবিষয়ে আলোচনা করা হয়। মোটকথায় বলা যায়, জ্ঞান ও শিক্ষা বিস্তারে প্রাচীন ভারতের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর অবদান সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করাই হলো গ্রন্থটির মুখ্য উদ্দেশ্য।