আধুনিক বিশ্বে মুসলিমদের গবেষণা ও অবদানকে ইতিহাস থেকে তুলে ধরার আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, তাই বিশ্বজুড়ে মুসলিম বিজ্ঞানীগণের আবিষ্কার ও সাফল্য ইতিহাস থেকে এনে একটি বইতে লিপিবদ্ধ করে আমি খুবই আনন্দিত। তাছাড়া বই লেখার পেছনে অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে রয়েছে কিছু নাস্তিকবাদী লোকের কথা। যারা ইতিহাস জানে না, শুধু বলে বেড়ায় মুসলিমরা খায় আর ঘুমায়। আধুনিক বিশ্ব গঠনে তাদের কোনো অবদান নেই। আমি মনে করি, বর্তমান যুগের মুসলিমরা তাদের অতীত ভুলে গেছে। ভুলে গেছে সে নিজেকেই, নিজের আত্মাকে। অতীতের বিশ্বমন্ডপে তাকিয়ে দেখলে মনে পড়ে, মুসলিমদের বিজ্ঞান ও প্রযুক্তি আবিষ্কারের সেই ‘স্বর্ণযুগ’। অথচ আজ বিশ্বজুড়ে মুসলিমরা যুদ্ধ যুদ্ধ খেলায় লিপ্ত। তারা পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে ধ্বংস করছে নিজেকে! নিজের মুসলিম ভাইকেও। মুসলিমদের মাঝে নেই কোনো ঐক্য, নেই ভ্রাতৃত্বের বন্ধন। আছে শুধু পাওয়া না পাওয়ার লোভ। ক্ষমতা ও অট্টালিকা গড়ার প্রতিযোগিতা। এদিকে মার খাচ্ছে তার মুসলিম ভাই, দেখার সময় নেই। আল-কোরআন মুসলিম উম্মাহকে এক কাতারে থাকার আহ্বানে জানিয়েছে। তারা কি ভুলে গেছে কোরআন-হাদিসের বাণী। আজ বিশ্বজুড়ে মরছে লাখো মুসলিম। তার নেই কোনো প্রতিবাদ। আছে কি প্রতিকার? নেই সমঝোতার ইঙ্গিত। পশ্চিমারা যা বলে, তারা তাদের সাথেই তাল মিলিয়ে চলছে। অথচ অতীত ইতিহাস পড়লেই পাওয়া যায়, ইসলামের শুরু থেকে প্রতিটি যুগে যুগেই আছে মুসলিমদের সোনালি অতীত। কথাগুলো আমার একার না, প্রতিটি নিরীহ মুসলিমের। আর আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। ‘মুসলিম বিজ্ঞানীগণ ’ বইটিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সম্মানহানির জন্য লিখছি না। শুধু মুসলিম উম্মাহকে তাদের অতীত জানিয়ে দিতে এ বইটি লেখা। বইতে তথ্য উপাত্ত বা ইতিহাসের কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা করবেন। ধন্যবাদ..
মোহাম্মদ ইমরান স্বপন ৪ঠা জানুয়ারি ১৯৯৯ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতৃক নিবাস কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রাম। পিতা মোহাম্মদ আব্দুল হাকিম, মাতা মনোয়ারা বেগম। জন্মের পর থেকেই বেড়ে উঠা গ্রামে। তারপর জীবিকার তাগিদে শহরে আসা। ছোটবেলা থেকে লেখালেখি ও বই পড়ার অভ্যাস। তিনি দেশ ও সমাজের বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে কবিতা ও গল্প লিখেন। শুদ্ধ বাংলা সহজ সরল ছন্দ মাত্রায় লিখিত এ কাব্যগ্রন্থ। পেশায় গ্রাফিক্স ডিজাইনার।। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক পত্রিকাতে লেখালেখি করেন। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের সকল ধাপেই রয়েছে তার বিচরণ। বই পড়া, বিজ্ঞান ও সাহিত্য চর্চা, ভ্রমনে প্রকৃতির সঙ্গে মিশে থাকা প্রধান শখ। তার প্রকাশিত কবিতা গ্রন্থ : অলসরাজ্য, আলোর অভিযাত্রী।