ইংরেজি ‘Fiction' বা ‘Novel ' শব্দের বাংলা প্রতিশব্দ ' উপন্যাস । সংস্কৃত উপ নি অস অ শব্দ থেকে উপন্যাস ' শব্দের উদ্ভব , যার অর্থ কল্পিত কাহিনি । আধুনিক কালে ইংরেজি Novel শব্দের পরিভাষায় 'উপন্যাস' শব্দটা । এ যুগে শব্দটা ব্যাপকার্থে ব্যবহৃত। সাহিত্য সমালোচক সুবোধ সেনগুপ্ত বলেন , “ সচেতন ও অর্ধচেতন আত্মার উপরে বাহিরের ঘটনার আঘাত করিলে যে সকল নিগূঢ় অনুভূতি জাগে তাহার অভিব্যক্তিই উপন্যাস ।" এই নিগূঢ় অনুভূতি জাগানোর সকল উপকরণই রয়েছে শিপুন আখতারের "গহীনে তালাশ" উপন্যাসটিতে। অনেক বন্ধুদের সাথে বেড়ে ওঠা বাবা মায়ের একমাত্র সন্তান রূপকথা তার চাচ্চুর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে ডাক্তার হয়। ছোটবেলায় রূপকথা প্রেমিকসুলভ না হলেও পরিণত বয়সে ফয়সাল নামের এক ডাক্তার ছেলের সাথে তার প্রেম হয়, যার মাঝে অনেক ভালো গুণের পাশাপাশি কিছু নেতিবাচক ব্যাপার ছিল, তারমধ্যে একটি মার্ডার কেসের আসামীও ছিলো ফয়সাল।ফয়সাল আর রূপকথার জীবনে বিভিন্ন নাটকিয়তা ঘটতে থাকে।ফয়সাল আর রূপকথার এই প্রেমকাহিনির শেষ পরিণতিটা জানতে হলে পাঠককে পড়তে হবে "গহীনে তালাশ" পুরো উপন্যাসটি।নদীর বাঁকের মতো মানুষের জীবনেও যে কতো বাঁক আসে পাঠক তা উপলব্ধি করতে পারবেন। বইটি পাঠ করা শেষ হলে পাঠকের চোখেমুখে পরিলক্ষিত হবে পরিতৃপ্ততার ছাপ। উপন্যাসটির পাঠকপ্রিয়তা কামনা করছি।