ইতালির দক্ষিণ-পূর্ব ভেনাসিয়া অথবা এর আশপাশে কোনো স্থানে হোরেস জন্মগ্রহণ করেন খ্রিষ্টপূর্ব ৬৫ অব্দের ডিসেম্বর। অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে জন্ম হোরেসের। প্রাথমিক শিক্ষার পর হোরেস দর্শনচর্চার উদ্দেশ্যে গ্রিস-রাজধানী এথেন্স যান। এথেন্সের বিভিন্ন একাডেমিতে হোরেস দর্শন ও বিজ্ঞান অধ্যয়ন করেন। গ্রিক ও ল্যাটিন উভয় ভাষায়ই তিনি পাণ্ডিত্য অর্জন করেন। A এসময় তিনি গ্রিক ভাষায় কাব্য রচনা শুরু করেন। কথিত আছে রোমের 'কূলদেবতা'র স্বপ্নাদেশে হোরেস গ্রিক ছেড়ে মাতৃভাষা লেটিন ভাষায় কাব্য রচনায় ব্রতী হন এবং আমৃত্যু রোমীয় ভাষায় কাব্যসাধনা করেন। হোরেস ছিলেন মূলত কবি। ত্রিশ বছর কাব্যসাধনায় তিনি ল্যাটিন ভাষার অন্যতম প্রধান কবি হয়ে ওঠেন। কবি হোরেস কাব্যকলা তথা সাহিত্যতত্ত্ব নিয়ে ভেবেছেন এবং এ বিষয়ে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন। এই পুস্তিকাই বর্তমান 'আর্স পোয়েটিকা'। আর্স পোয়েটিকা কাব্যছন্দে রচিত। এর মোট পঙ্ক্তি সংখ্যা ৪৬৭। এই সীমিত পরিসরেই হোরেস কাব্যতত্ত্বের নানা বিষয় তুলে ধরেছেন। বলা হয় প্রাচীন সাহিত্য-সমালোচনার ধারায় এরিস্টটলের পরই হোরেসের অবস্থান। সাহিত্যালোচনার ধারাবাহিকতায় হোরেসের প্রয়োজনীয়তা তাই অপরিহার্য। অথচ বাংলা ভাষায় হোরেস প্রায় অনুপস্থিত। এই প্রয়োজনের তাগিদেই বর্তমান প্রয়াস। 'হোরেসের আর্স পোয়েটিকা' পাঠে সাহিত্য-তত্ত্বালোচনার ধারায় পাঠক এক নতুন দিগন্তের সন্ধান পেতে পারেন।
অধ্যাপক ও সাংবাদিক। ১৯৬৮-তে বাংলা ভাষা-সাহিত্যের অধ্যাপনায় যোগদান। বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ও ব্রজমোহন কলেজ এবং খুলনা ব্রজলাল কলেজে চাকরি শেষে অবসর গ্রহণ জানুয়ারি ২০০৪-এ। ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে দৈনিক বাংলাদেশ সময়-এর নির্বাহী সম্পাদক। কাজ করেছেন সাহিত্য-তত্ত্ব নিয়ে। লিখেছেন সাহিত্য স্বরূপ, সাহিত্য-সংজ্ঞা, অভিধান, ছন্দ অলঙ্কার রস-তত্ত্ব। এই সূত্র ধরেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-তত্ত্ব সন্ধান। অনুবাদ করেছেন প্লেটোর কাব্য-ভাবনা, এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা এবং লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব। এই চার যুগন্ধর পণ্ডিতের সাহিত্য-তত্ত্ব সমন্বয়ে প্রকাশিত হয়েছে তাঁর ধ্র“পদী সাহিত্য-তত্ত্ব। আরও অনুবাদ করেছেন এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা ও নয়া মানবতাবাদ; র্যালফ ফক্স-এর উপন্যাস ও জনগণ এবং ই এম ফরস্টারের উপন্যাসের যত বিষয়। সম্পাদনা করেছেন অশ্বিনীকুমারের রচনাসংগ্রহ, মুকুন্দদাসের যত লেখা, মুকুন্দদাসের দেশগান, চারণকবি মুকুন্দদাস প্রসঙ্গ, মাইকেল মধুসূদন দত্ত-র প্রহসন, পরশুরাম ও তার গড্ডালিকা, সত্যেন সেন ধ্র“পদী গণ-কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত ইত্যাদি গ্রন্থ।