বাঙালি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠের বসবাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। স্বাভাবিকভাবেই আমাদের জীবন—যাপন ও সংস্কৃতি—সভ্যতা ইসলামের প্রভাবে প্রভাবান্বিত। বাংলাভাষা ও সাহিত্যের ধারাবাহিক গঠন—প্রক্রিয়াতেও বাঙালি মুসলিমদের অবদান শীর্ষে। মুসলিম সুলতানদের আনুকূল্যে মুসলিম কবি—সাহিত্যিকদের সক্রিয়তায় বাংলাভাষার পুনর্জাগরণ ঘটে। তারপর থেকে কাল পরম্পরায় বাংলাভাষা ও সাহিত্যের বিকাশ, লালন ও সমৃদ্ধিতে মুসলমানদের ভূমিকা ছিল অগ্রগণ্য। বাংলাভাষা ও সাহিত্যের সঙ্গে এই নিবিড় সম্পর্কের কারণেই বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় মুসলিম ঐতিহ্যের ছাপ পড়েছে অবারিতভাবে। বাংলাভাষাকেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধান করতে গিয়ে স্বাভাবিকভাবেই আমাদের তাকাতে হচ্ছে ইতিহাসের পাতায়। সমগ্র বাংলা সাহিত্যের পটভূমিকায় মুসলিম ইতিহাস—ঐতিহ্যের উপস্থিতি সরব ও সমুজ্জ্বল। শাহ্ মুহাম্মদ সগীর থেকে বাঙালি মুসলিম লেখকদের যে যাত্রা শুরু, আজকের তরুণ লেখক পর্যন্ত এ ধারায় অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। তরুণ লেখক ও প্রাবন্ধিক সীমান্ত আকরাম—এর প্রবন্ধগ্রন্থ ‘নন্দিত নক্ষত্র’ তারই ইঙ্গিত বহন করে। বাংলা সাহিত্যের বিশ শতকের কয়েকজন লেখকের লেখায় ইসলামী ঐতিহ্য—সভ্যতা—সংস্কৃতির যে আবহ নির্মাণ হয়েছে; লেখক এ গ্রন্থে তা আলোকপাত করতে সচেষ্ট হয়েছেন। আলোচনা—সমালোচনার মাধ্যমে তিনি তাঁদের লেখার মূল্যবিচার করতেও চেষ্টা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এ গ্রন্থটি বাংলা সাহিত্যে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্তর্নিহিত গদ্যকার সীমান্ত আকরাম। যাপিত জীবনে আত্মধ্যানে সাহিত্যে নিবিষ্ট এ স্বাপ্নিক গদ্যকার শব্দের প্রাঞ্জলতায় শিল্পের নান্দনিক দিকগুলো স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে থাকেন। ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় তাঁর শৈল্পিক চিন্তার দিকগুলো এ গ্রন্থে প্রস্ফুটিত হয়েছে। শেকড় অনুসন্ধিৎসুক এ গদ্যকার তুলে আনে দেশীয় সংস্কৃতির নিত্যনতুন উপাদান। জন্ম ১৯৯০ সালের ৫ জানুয়ারি কুমিল্লার সদর উপজেলার বসন্তপুর গ্রামে। ছাত্রজীবনে সম্পাদনা করেছেন 'ক্যাম্পাস আড্ডা', বর্তমানে সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল' এর সম্পাদনা করছেন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সরব উপস্থিতি। রিক্সা, বাদাম ও ভ্রমণ তাঁর প্রিয় শখ। আর বইপড়ুয়াদের সাথে নিয়ত সখ্যতা। প্রকাশিত গ্রন্থ, নক্ষত্র বিভাব (প্রবন্ধ ২০১৭), সংস্কৃতির চালচিত্র (প্রবন্ধ ২০১৯), রাতুলের সাইকেল (শিশুতোষ গল্পগ্রন্থ ২০২০), সম্পাদিত গ্রন্থ, ঋতভ (কবি আল মুজাহিদী জন্মবার্ষিকী সংকলন ২০১৭) উড়িল সোনার পায়রা। মুস্তাফা জামান আব্বাসী'র ৮০তম জন্মোৎসব সংকলন তাঁর সাথে দেখা (মুস্তাফা জামান আব্বাসী'র সাক্ষাৎকার ২০১৯) আসাদ চৌধুরী সম্মাননাগ্রন্থ ২০২০