আল্লাহভীতি মানুষের জীবনের মূল ভিত্তি। তাকওয়াশীল মানুষই জান্নাতে যাবে। এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূল (সা.) বলেছেন, ‘গাভীর বাট থেকে দুধ বের করে তা পুনরায় ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ ব্যাপােও পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা বলেছেন, ‘তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ, হাসছো অথচ কাঁদছো না? আর গান—বাজনায় মত্ত হয়ে এসব এড়িয়ে যাচ্ছো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধুলায় লুটিয়ে পড় এবং তাঁর ইবাদতে মগ্ন হও’ (সূরাহ নাজম : ৫৯—৬২)। আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘সাত শ্রেণির লোককে আল্লাহ তাঁর ছায়া দিবেন যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। তার মধ্যে দুই শ্রেণির ব্যক্তি হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে, এমন ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী অপকর্মের জন্য আহবান করা হলে সে আল্লাহর ভয়ে বিরত থাকে’ (বুখারী, মুসলিম, মিশকাত)। ইবনু আববাস (রাঃ) বলেন, আমি রাসূল (সা.)—কে বলতে শুনেছি, ‘দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়’ (তিরমিযী)। একজন ঈমানদারের জন্য আল্লাহর হুকুম পালন ও রাসুল (সা.)—এর সুন্নত পালন অপরিহার্য। জান্নাত লাভ মুমিনের চূড়ান্ত সফলতা। মহান আল্লাহতায়লা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। (সুরা আল ইমরান : আয়াত ১৮৫) ‘আল্লাহভীতি ও জান্নাতের পথ’ গ্রন্থে লেখক মো: আব্দুল করিম কুরআন—হাদীসের আলোকে জান্নাত ও জাহান্নামের প্রার্থক্য তুলে ধরেছেন। তিনি দুটি পথ ও মতের প্রার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা জান্নাতে যাবে তারা সফলকাম আর যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা নিকৃষ্ট। জান্নাতের সফলতার জন্য আল্লাহভীতিকে প্রধান্য দিয়েছেন। পাশাপাশি এই পথের এই মতের লোকদের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও আলোকপাত করেছেন। লেখক এই গ্রন্থে মুহাম্মদ (স:) সম্পর্কে জ্ঞানী—গুনীদের মূল্যায়ন ইসলামী জীবন ব্যবস্থা ও সমকালীন রাজনীতির একটি পর্যালোচনা, দুই শিবিরে বিশে^র মানুষ; আমি কোন শিবিরে?, খাঁটি ইসলামের দলের কাজ, আল্লাহভীতি ও জান্নাতের পথ, মাহে রমজানের আদব, নামাজ ভিত্তিক চরিত্র গঠন না হওয়ার কারণ, আত্ম সমালোচনা, ভ্রান্তি দূরীকরণ, ধর্মভিত্তিক জীবন বিধান, জান্নাত—জাহান্নাম, স্বভাব পরিবর্তন এবং ইসলাম ক্ষমার ধর্ম বিষয়সমূহ বিস্তারিত আলোকপাত করেছেন। আশা করি মুমিন জীবনের চূড়ান্ত সফলতা অর্জনে বইটি জীবনের পাথেয় হিসেবে কাজ করবে।