বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সুফল। বাঙালির মনোগভীরে একটি স্বাধীন দেশের আকাক্সক্ষা প্রাচীনকাল থেকেই প্রচ্ছন্ন ছিল। যে কারণে বাঙালির বহু বিদ্রোহ, সংগ্রাম, বিক্ষোভের পরিচয় ইতিহাসের পাতায় মুদ্রিত রয়েছে। সময়ের সাথে সাথে স্বাধীনতার সে-আকাক্সক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ শাসনাধীন। দীর্ঘ সংগ্রাম ও ধারাবাহিক বিদ্রোহে ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয় উপমহাদেশ। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম ছিল ইতিহাসের এক নির্মম পরিহাস। কেবলমাত্র ধর্মের কারণে হাজার হাজার মাইল দূরত্বের (পূর্ববাংলা ও পাকিস্তান অঞ্চলকে) এক সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাকিস্তানি শাসনেও ছিল ঔপনিবেশিক চারিত্র্য। রাজনৈতিক পীড়ন, অর্থনৈতিক বৈষম্য, ভাষা ও সাংস্কৃতিক পার্থক্য দিনকে দিন সুস্পষ্ট হয়ে ওঠে, ফলে বাঙালিরা পাকিস্তানি শাসন-শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাঙালি জাতিসত্তাবিরোধী ধর্মান্ধ পাকিস্তানি সামরিক শক্তির বিরুদ্ধে ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি গৌরব ও সাহসের পরিচয় দিয়ে বিজয় লাভ করে। মুক্তিযুদ্ধের বিজয় গাথা বাংলাদেশের নবীন-প্রবীণ গল্পকারদের আকৃষ্ট করে। মুক্তিযুদ্ধের অসংখ্য ঘটনা থেকে গল্পকাররা কাহিনি নির্বাচনে নিজস্ব জীবন জিজ্ঞাসা ও ব্যক্তিত্ববোধেয় প্রতিফলন ঘটিয়েছেন। গল্পকারদের বয়ানে, নির্মিতিনৈপুণ্যে, অনেক গল্প হয়েছে শিল্পোত্তীর্ণ।
আরজুমন্দ আরা বানু তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ হিসেবে ১৯৮৬ সালে স্বর্ণপদক লাভ করেন। গ্রন্থের ‘নিঃশব্দ আর্তনাদ’ গল্পের জন্য ১৯৮৭ সালে তিনি শামসুন্নাহার হল সাহিত্য পুরস্কার পান।। ১৯৮৮ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণী এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর পর্বে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। বর্তমানে তিনি ঢাকার শেখ বােরহানুদ্দীন পােস্ট গ্রাজুয়েট কলেজের বাংলা বিভাগের প্রভাষক । ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের কথা সাহিত্য : বিষয় ও প্রকরণ’ অভিসন্দর্ভের জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর কাব্যগ্রন্থ ‘হৃদয়ের হাওয়া বদল’ ১৯৯১ সালে প্রকাশিত হয়। এছাড়া বর্ণেবর্ণে মুক্তিযুদ্ধে (যৌথভাবে), ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর (সম্পাদিত), মুক্তিযুদ্ধের ত্রিশবছর (সম্পাদিত), জহির রায়হানের উপন্যাস সমগ্র (সম্পাদিত) ইত্যাদি প্রকাশিত গ্রন্থের মধ্যে অন্যতম। আরজুমন্দ আরা বানু নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।