মুক্তিযুদ্ধের স্বপ্ন/আকাক্সক্ষা ৩০ লক্ষ শহীদের স্বপ্ন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন/স্বপ্নের বাংলাদেশ এক ও অভিন্ন। স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের অর্জনও মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার মাঝে একটি দৃশ্যমান পার্থক্য বিরাজমান। মানুষের সর্বোচ্চ সম্পদ জীবনের বিনিময়ে ৩০ লক্ষ শহীদের রক্তে ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের ও অযুত লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ফসল এখনও কাক্সিক্ষত মাত্রায় ১৭ কোটি বাঙালির ঘরে পৌঁছে দেয়া সম্ভব হয়নি। পৃথীবির বহু দেশ স্বাধীনতার পরবর্তিতে উন্নত সমৃদ্ধ ন্যায়পরায়ণ আইনের শাসনে সমৃদ্ধ আধুনিক জীবন ব্যাবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখনও মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার বাংলাদেশ নির্মাণে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল হাজার বছর ধরে বঞ্চিত এই ভূখণ্ডে কৃষক শ্রমিক ছাত্র জনতা গৃহ বধুসহ বঞ্চিত জনগোষ্ঠীর মুখে হাসি ফুটানো। আজকে বনাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়েছে। শিক্ষা-স্বাস্থ্যসহ অনেক সেবা খাতে সূচকের মাণ বেড়েছে। কিন্তু বিশ্ব দরবারে ন্যায় পরায়ণ আইনের শাসনে সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ আধুনিক মর্যাদাবান জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠা লাভ অতীব জরুরি। যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই আজকের দিনে বিশ্ব দরবারে উন্নত শিরের মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ আমাদের অন্যতম অঙ্গীকার।