ভাষা এলো কেমন করে সানাউল্লাহ আল-মুবীন ভাষা মানবপ্রজাতির শ্রেষ্ঠ আবিষ্কার, সর্বশ্রেষ্ঠ সম্পদ। হাজার হাজার বছরের বিবর্তনে উদ্ভূত হয়েছে পৃথিবীর ভাষাসমূহ। "ভাষা এলো কেমন করে" ভাষাবিজ্ঞান ও বাংলাভাষার নানা দিকের ওপর শিশুকিশোরদের উপযোগী করে রচিত একগুচ্ছ প্রবন্ধের সংকলন। এটি একদিকে যেমন ভাষার উৎপত্তি সম্পর্কিত নানা মতবাদ ও পৃথিবীর ভাষাবংশসমূহের সঙ্গে এ-দেশের শিশুকিশোরদের পরিচয় করিয়ে দেবে, তেমনই অন্যদিকে বাংলাভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এই ভাষার ধ্বনিমূলসমূহ, শব্দসম্পদ, এর ধ্বনি পরিবর্তনের নানা শৃঙ্খলা, 'অর্থপরিবর্তন', উচ্চারণবৈচিত্র্য ও আধুনিক বানানরীতি সম্পর্কেও সম্যক ধারণা পেতে তাদের সহায়তা করবে। এখানে, বিশেষ করে, বাংলা ধ্বনি পরিবর্তন-শৃঙ্খলাসমূহের অনুসন্ধানের জায়গায় দুয়েকটি ক্ষেত্রে নতুন আলো ফেলার চেষ্টা করা হয়েছে। যেমন স্বরসম্মুখন, স্বরের নিম্নায়ন, পশ্চাদায়ন প্রভৃতি। বাংলাভাষায় প্রকাশিত ভাষাতত্ত্বের অন্যে কোনো বইয়ে ধ্বনিপরিবর্তনের এই শৃঙ্খলাসমূহ উল্লিখিত হতে দেখা যায়নি। ‘বাংলাভাষার শব্দসম্পদে'ও বাংলা শব্দভাণ্ডারকে নতুন আলোয় দেখা হয়েছে, যার সবটুকু হয়তো অন্য কোথাও আলোচিত হয়নি, বা হলেও এতো বিশদভাবে নয়।