বিচিত্র এ বিশ্বভূমির অনেক কিছুই অন্ধকারে। ঢাকা। তাই তো প্রত্যক্ষ জ্ঞানের দীনতা ঘুগতে । সাহিত্যরসকে সহায়ক হিসেবে সকল শ্রেণির মানুষরে কাছে তুলে ধরতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভৌগোলিক বন্ধুরতার চেয়ে মানুষের মনের দুর্গমতা প্রকট। চিত্তলোকের কোনো রূপ নেই. সীমা নেই, নেই কোনো দেশ-কালভেদ। মানুষের অন্তরালোকের অনুসন্ধিৎসা কেবল অন্তর দিয়েই করতে হয়। দৃষ্টিতে তা দেখা যায় না। কবিতা জীবনের কথা বলে; ছোট ছোট আশা, দুঃখ, ব্যথা অবিচ্ছেদ্যভাবে কবিতার সাথে সখ্যতা গড়ে তোলে। কখনো রাগ, অনুরাগ, পাওয়া না পাওয়ার হিসাব কষে । এক জীবনের অনেকাংশ কবিতার সাথে, কোনো না কোনো ঘটনার সাথে মিলে যায় । কিছু কথা কিছু না বলা কথা কখন কোন সীমানায় পৌঁছে যায় কেউ বলতে পারে না। কবিতায় না বলা কথা' এমনই এক অনবদ্য সৃজনশীলতা যা সব শ্রেণির মানুষের আশা, নিরাশা, ভালোবাসা ও কান্না-হাসির সংমিশ্রণ। প্রকৃতি ও মানুষের প্রেম-প্রীতিডোরে ঘেরা প্রগাঢ় বন্ধনে বাঁধা আমার 'কবিতায় না বলা কথা' কাব্যগ্রন্থ। জীবনের সাথে জীবনের যোগ, আত্মার সাথে আত্মার সম্পর্ক, প্রকৃতি প্রেম ও নীরব মনের ভাষায় নন্দিত ‘কবিতায় না বলা কথা' সাধারণ মানুষের কীর্তিতেই ধ্বনিত হোক। প্রচ্ছদ : শিল্পী মনসুর-উল-আলম