"দ্য মিরাকল মর্নিং" বইয়ের ভূমিকার লেখা: জীবন বদলে দেওয়া এক অমূল্য বই হ্যাল এলরডের দ্য মিরাকল মর্নিং। প্রকৃতপক্ষে এটা শুধু একটি বই নয়; এটা জীবনযাপনের এক নতুন পদ্ধতি- একটি অভ্যাস গঠন প্রক্রিয়া যা জীবনকে গড়ে দেয় নতুন আঙ্গিকে। বইটি যেন একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন। জীবনে এই বইটির সংস্পর্শে আসা মানে যে-কোনাে মাত্রায় জীবনকে বদলে ফেলা, জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারা। প্রতিটি ভোর একটি নতুন অভিজ্ঞতা, একটা দিনের শুরু, অভাবনীয় সম্ভাবনাময়। এরকম একটা দিন শুরু করুন নতুন চিন্তায়, উজ্জীবনে, আধ্যাত্যিকতায়, মঙ্গলময়তায়। ওশো-র 'ফার্স্ট ইন দ্য মর্নিং'-এর পাতায় প্রতিটি নতুন দিনের অনুপ্রেরণা খুঁজে নিন। আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে আমাদের দিনগুলো শুরু হয় ইমেইলে, কাজের ফিরিস্তিতে, সংবাদের বিভ্রান্তিতে। ওশো আপনার দিনটিকে আরও ধ্যানপূর্ণ ও নির্মল উপায়ে শুরু করার জন্য বিকল্প পন্থা সরবরাহ করেছেন। ফার্স্ট ইন দ্য মর্নিং এই অসাধারণ বইটি ছোট পাঠ্যাংশে ভরা, প্রতিদিনের ধ্যান ও জ্ঞানে আপনার দিনটি শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু পাবেন এতে। প্রতিদিন সকালে, এসবের মধ্যে পাওয়া প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টিতে নিজেকে নিমজ্জিত করুন, আপনার মনকে ধ্যানের সারমর্ম উপভোগ করতে দিন, যা আপনাকে পুরো দিনটিকে সাবলীল ও সমৃদ্ধ করে তুলবে। এই বইয়ের প্রতিদিনের পাঠ্যাংশগুলো মূল্যবান সম্পদ, যা ওশোর অন্তরঙ্গ আলাপ থেকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি পৃষ্ঠা পাঠে, আপনি আপনার মনের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের সাথে একটি গভীর সংযোগ আবিষ্কার করবেন এবং ওশোর নির্দেশনায় প্রশান্তি পাবেন। ধ্যানের জগতে নতুন কিংবা অভিজ্ঞ ধ্যানকারী যাই হোন না কেন, এই বইটি, আপনার আধ্যাত্মিক যাত্রায় একটি অমূল্য সঙ্গী হিসেবে প্রমাণিত হবে।