‘নজর’ গ্রামীণ প্রেক্ষাপটে, সামাজিক, ধর্মীয় অন্ধবিশ্বাস, কুসংস্কার আর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে লেখা। ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি প্রকাশের এক সবুজ সিগন্যাল। সবুজের বুকে ধর্মকে পুঁজি করে যারা ধর্মব্যবসায়ী হিসেবে, সবুজ রং মাড়িয়ে হলুদ বর্ণে রূপান্তরিত করে। তাদের মুখোশ উন্মোচিত হয় না বলে, আজও গ্রামের সহজ সরল মানুষগুলো অন্ধ বিশ্বাস আর কুসংস্কারে নিষ্পেষিত। কুসংস্কার আর অন্ধবিশ্বাসের নেতৃত্ব দিচ্ছে আমাদের সমাজের তথাকথিত কিছু ধর্মীয় নেতা, হুজুর আর মাওলানারা। যারা ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে আসছে বছরের পর বছর। তাদের এই স্বার্থ চরিতার্থের জন্য প্রতিনিয়ত প্রাণ দিতে হয় নজর উপন্যাসের নূরীর মতো হাজারো নূরীকে। লজ্জিত হতে হয় সত্যিকারের ধর্মীয় নেতা হুজুর মাওলানাদের। এতো কিছুর পরেও কোথাও না কোথাও, কেউ না কেউ আসে, ধর্মীয় অন্ধবিশ্বাস আর কুসংস্কারগুলোকে ভেঙে দিতে একমুঠো সত্যের আলো নিয়ে। যেমন করে নজর উপন্যাসে এসেছে ডা. সুজন। সেই আলোয় আলোকিত নূরী আর নূরীর স্বামী সুরুজ মিয়া। অন্যদিকে সেই আলো থেকে নিজেদের আড়াল করতে চায়, উপন্যাসের নেছার হুজুরের মতো অন্যসব ধর্ম ব্যবসায়ী ভ- শয়তান হুজুর মাওলানারা। আড়ালে লুকিয়ে থেকে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে হাটে মাঠে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ছড়িয়ে ছিটিয়ে গোটা মানব সমাজকে কলুষিত করে যাচ্ছে। আর কত? কতকাল তাদের ধর্মীয় অন্ধবিশ্বাস আর কুসংস্কারে পঙ্গু হয়ে থাকবে মানুষ? এইসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রত্যেকে আমরা নিজ নিজ অবস্থানে রুখে দাঁড়াই। কারণ কারো একার পক্ষে এই ব্যাধি দূর করা সম্ভব নয়।