আজকের সমাজের দিকে তাকালে কিছু উদ্দেশ্যেহীন মানুষ নজরে আসে। তারা জানেনা তারা কি করছে, কি করতে চায়। তারা এই বিষয়েও উদাসীন যে তাদের কাজ সমাজের উপর কেমন প্রভাব ফেলছে। আদৌও তাদের কাজ দ্বারা সমাজ উপকৃত হচ্ছে কি না। তারা এটাও ভাবেনা যে তাদের কাজ প্রকৃতপক্ষে অর্থপূর্ণ কি না। সমাজের স্রোতে গা ভাসিয়ে তারা এমন সব কাজকর্মে লিপ্ত হয় যা প্রকৃত অর্থে তাদের ব্যক্তিত্বহীনতার পরিচয় বহন করে। আমরা মানুষ। তাই মানুষ শব্দটাকে অর্থবহ করা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকটা কাজের একটা সুন্দর উদ্দেশ্য থাকতে হবে। আমাদের কাজের ফলাফল সমাজের উপর কি প্রভাব ফেলছে, আদৌও সমাজ উপকৃত হচ্ছে কি না সেটা বিচার বিশ্লেষণ করা নিতান্তই আমাদের দায়িত্ব। তবে আফসোসের বিষয়, কিছু বিচার বুদ্ধিহীন মানুষের জন্য আমাদের সুন্দর সমাজ আজ দূষিত হচ্ছে৷ দেখা দিচ্ছে সামাজিক অবক্ষয়। এই দূষণ বৃদ্ধি পেয়ে সামাজিক অবক্ষয়ের চুড়ান্ত রূপ প্রকাশিত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে। এই বইয়ের উদ্দেশ্য হলো কিছু সামাজিক অবক্ষয় এবং সেগুলোর সাথে আমরা কিভাবে জড়িয়ে গেছি তার কিছু নমুনা উপস্থাপন করা। কিছু প্রতীকী চরিত্রের সাহায্য নিয়ে অনেক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। পথে ঘাটে চলাফেরায় সামাজিক অবক্ষয়ের খন্ডচিত্র আমাদের চোখে পরে। প্রতিনিয়ত দৃশ্যমান এসব সামাজিক অবক্ষয় তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিই আমার মূখ্য উদ্দেশ্য।
আবু হুরাইরাহ, জন্ম বগুড়া জেলায়। শৈশবকাল কেটেছে সেখানেই। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। ইসলামী দর্শন তার লেখনীর মূল ভিত্তি। সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন লেখালেখিকে। "সামাজিক অবক্ষয় ও আমরা" তার প্রথম প্রবন্ধগ্রন্থ।