রাজনীতির ছাত্র নই। কোন রাজনৈতিক সংগঠনের সংগে কখনো জড়িত ছিলাম না। ১৯৭০ সালে ঢাকা কলেজে ভর্তি হয়ে হাতীরপুল এলাকায় অবস্থানের সুবাধে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পল্টন ময়দান এবং রেস কোর্স মাঠে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টি, ন্যাপ (ভাসানী),ন্যাপ মুজাফফর) এবং আওয়ামী লীগের সকল মিটিং এ উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ৭ই মার্চের জনসভায় উপস্থিত ছিলাম। মিত্র বাহিনীর ফাইটার বিমান—মিগ—২১ এবং পাকিস্তান বাহিনীর ফাইটার বিমান এর স্বল্প স্থায়ী ডগ ফাইট দেখেছিলাম। এক রাত্রে পাকিস্তান বাহিনী হেলি কপ্টারে করে আজিমপুর সলিমুল্লাহ এতিম খানায় বোমা ফেলার দৃশ্য দেখেছিলাম। স্বাধীনতা পরবর্তী কালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি এবং মাস্টার—দা সুর্য সেন হলে অবস্থানের সুযোগে মহসীন হলে সংগঠিত ৭ গঁৎফবৎ সমেত বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিলাম। বঙ্গবন্ধুর শাসনামল নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পাই। বঙ্গবন্ধু কর্তৃক এক দলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, গভর্নর নিয়োগ, গভর্নরদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ, ১৫ই আগস্টের নৃশংস হত্যাকান্ড পরবর্তী ঘটনাবলী, ৭ই নভেম্বর সিপাহী জনতার মিছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকান্ড পরবর্তী ঘটনাবলী পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিলাম। ১৯৭৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থাকা কালে প্রায় প্রতি দিন বিকেলে বিশ্ববুদ্যালয় লাইব্রেরী, ছাত্র শিক্ষক কেন্দ্র এবং রেস কোর্স ময়দানে হাঁটা হাটি, ঘুরাঘুরি,বসে আড্ডা মারা হয়েছিল। রেস কোর্স—কে উদ্যান ঘোষণা করে যখন বৃক্ষ রোপণ শুরু করা হয়েছিল তখন সেটা পছন্দ করিনি।