কবি, গল্পকার মাসুম মোরশেদ’র আরও একটি বই মহান একুশে বইমেলায় এসেছে। ১০টি ছোটো গল্প নিয়ে সাজানো ‘বেহিসাবি সুখ-দুঃখ’ বইটি মধ্যবিত্ত জীবনের চালচিত্র। লেখক অনেক রোমান্টিক মনের মানুষ। শহর থেকে একটু দূরের বিখ্যাত এক জনপদ হারাগাছে বসবাস তাঁর। নিজ এলাকার আঞ্চলিক ভাষায় লিখতে বেশ পটু। বইয়ে ‘সুন্দরীতমা’ ‘রানু’ ‘নষ্ট জীবন’ ‘সেই তো’ -এই চারটি গল্পই প্রেমের। মধ্যবিত্ত জীবনে মানুষের অনেক অপ্রাপ্তির মধ্যে যৌবনে একটা স্বপ্ন থাকে ‘প্রেম’ সেটির সফলতা কিংবা ব্যর্থতার গল্পটা সারাজীবন ধরে তারা টেনে নিয়ে বেড়ায়। রোমান্টিক লেখক মাসুম মোরশেদ তাঁর বইয়ে তা সফলভাবে উপস্থাপনের মাধ্যমে পাঠকের স্মৃতিপটে শৈশব এবং যৌবনের প্রেমের ‘রোমন্থন’ করাতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। ‘মুচলেকা’ এবং ‘বাড়াবাড়ি’ গল্প দুটোও সমাজ সংসারের বাস্তব প্রেক্ষাপট। দারুণ ভালো গল্প বুনন করেছেন তিনি। বসন্ত বাও, গুড়ের জিলাপি, কোথাও কেউ নেই এবং সাবালক রম্য গল্পগুলোতেও লেখক জীবনের চরম উপলব্ধিগুলো রসালোভাবে পাঠকের মনে গেঁথে দিতে পেরেছেন। মনে হয়েছে আমার জীবনেও এমনটা ঘটেছিলো। বইটি পাঠক প্রিয় হবে বলে আমি বিশ্বাস করি। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি। ড. শাহ সুলতান তালুকদার সাহিত্য সম্পাদক ফিরেদেখা (সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন), রংপুর।