ফ্ল্যাপে লিখা কথা কবি আফজাল চৌধুরী, পিতা-মরহুম মওলানা আব্দুল বসির চৌধুরী, মাতা- সৈয়দা ফয়জুননেসা খাতুন। নিবাসঃ খাগাউড়া, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ। হবিগঞ্জ শহরে আপন পৈত্রিক বসতবাটিতে কাটে তার শৈশব-কৈশোর। মধ্যযৌবন অতিবাহিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র হিসাবে ১৯৬১ সালে যোগদানের পর এবং ১৯৬৯ সাল থেকে সরকারী কলেজের অধ্যাপনায় যোগদান করে চাকুরি উপলক্ষে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় পেশাজীবন অতিবাহিত করেন। বর্তমানে সিলেটের এম.সি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক পদে কর্মরত। পূর্ণনামঃ আ.ফ.ম. আফজালুর রহমান চৌধুরী। জন্ম ১০ই মার্চ ১৯৪২। তাঁর অগ্রজ কমাণ্ডেন্ট মানিক চৌধুরী প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও জাতীয় সংসদ সদস্য ছিলেন। কবি তাঁর এলাকার অধ্যাত্মিকতা ও আভিজাত্যপূর্ণ পরিবারের সন্তান।
ষাটের দশকের মূখ্য কবিরূপে তিনি সাহিত্য জগতে পরিচিত। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কল্যাণব্রত’ সুখ্যাত গ্রন্থ। তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থঃ হে পৃথিবী নিরাময় হও (কাব্য নাটক); হে পৃথিবী নিরাময় হও (কাব্য নাটক); শ্বেতপত্র (কাব্য); ঐতিহ্য ও রাসূল প্রশস্তি (গদ্যগ্রন্থ) এবং তাঁর সম্পাদিত গ্রন্থ ‘আফগানিস্থান আমার ভালোবাসা। ‘মাসিক ঐতিহ্য’ সাহিত্য সাময়িকীর তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক।
বিশ্বাসের পক্ষে অধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ সাহিত্য আন্দোলনের তিনি প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।