"ইতিহাসের নিরিখে রবীন্দ্র-নজরুল চরিত" বইটির 'পুর্ব কথা' অংশ থেকে নেয়াঃ আমাদের দেশে যে-সব গবেষণামূলক বই প্রকাশিত হয়ে আসছে এর পাঠক সংখ্যা খুবই সীমিত। বহু অর্থ ব্যয়ে প্রকাশিত এইসব বই গবেষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ কারণে এইসব বইয়ের সুফল হতে দেশের অধিকাংশ লােক হন বঞ্চিত। আমি মনে করি, পাঠ্য পুস্তক ছাড়া যে-কোন বই-ই প্রকাশিত হােক না কেন তা সকল শ্রেণীর পাঠকের মন-মানসিকতা ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রণয়ন করা আবশ্যক। আমি এই বইটি শুধু গবেষণা বা বিশ্লেষণমূলক বই হিসাবে প্রণয়ন করিনি। সকল শ্রেণীর পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে তা প্রণীত হয়েছে। ফলে এই ধরনের বই যে-ভাবে প্রকাশিত হয়ে আসছে সেই চিরায়ত নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। আমি চাই এ ধরনের বই অধ্যয়নে যে-সব পাঠকদের অনীহা রয়েছে তারাও যেন বইটি নেড়ে-চেড়ে কিছুটা উপকৃত হন। এই ক্ষুদ্র পরিসরে নজরুল ও রবীন্দ্রনাথের বিশাল সাহিত্য ভান্ডার নিয়ে তুলনামূলক আলােচনা সম্ভব নয়। বইটির কলেবর বৃদ্ধি হওয়ার ভয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব বাদ দিতে হয়েছে। এই ত্রুটি-বিচ্যুতি এবং গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।