বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম বরেন্দ্রীয় জনপদের একটি বিশেষ অঞ্চল ছিলো রংপুর। বরেন্দ্রের অন্যান্য অঞ্চল থেকে রংপুর অঞ্চল যে সেই আদি যুগ থেকে ভিন্নমাত্রিক তাৎপর্য বহন করে আসছিলো তার সাক্ষ্য মেলে আজও। বিশেষ করে লোকসংস্কৃতির ঐতিহ্য ধারায় এ অঞ্চলের আছে স্বাতন্ত্র্য মর্যাদা। বর্তমান গ্রন্থটিতে সেই স্বাতন্ত্র্যের স্বরূপ উদঘাটন করারই প্রয়াস চালিয়েছেন লেখক। বর্তমান সময়ে সকলের মতো রংপুরের মানুষও নতুনকে গ্রহণ করেছে অবলীলায়, কিন্তু তা হলেও এ অঞ্চলের মানুষ তাদের শেকড়সংস্কৃতিকে দূরে সরিয়ে রাখতে পারেনি, বরং তারা তাদের শেকড়সাহিত্যে নতুন সংযোজনে সেগুলোর ডালপালা ছড়িয়ে দিয়েছেন দিগি¦দিক। রংপুরের লোককাহিনি ও কিংবদন্তির গল্পগুলো সেই ডালপালা ছড়ানো লোকসাহিত্যের অনন্য দৃষ্টান্ত বহন করেÑ যা বর্তমান গ্রন্থে উপস্থাপিত হয়েছে। লেখক মোতাহার হোসেন সুজন এ অঞ্চলের লোককাহিনি ও কিংবদন্তিগুলোকে সংগ্রহ করে সেগুলোর বিশ্লেষণ সাপেক্ষে এ অঞ্চলের অতীত ঐতিহ্যকে মূর্ত করার প্রয়াস চালিয়েছেন। গ্রন্থটির মধ্যদিয়ে তাই এ অঞ্চলের মানুষের পৌরাণিক পর্যায়ের জীবন চিত্রটিকে প্রত্যক্ষ করা যায় সহজেই। গ্রন্থটিতে একজন সিদ্ধ গবেষকের মেধা, মনন ও সৃজনশীলতার স্পষ্ট ছাপ লক্ষ করা যায়। একটি নির্দিষ্ট জেলার তথ্য উপাত্ত নিয়ে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে তাতে করে যেকোনো ভাবি গবেষকের নিকট গ্রন্থটি অনুসরণ বা মূল্যায়ন হবার দাবি রাখে। এর ভাষাও সহজ-সরল ও সাবলিল। গ্রন্থটি পাঠকের কাছে বিশেষ করে লোকসাহিত্য প্রেমিদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।জয়তিা চট্টোপাধ্যায় এর ৩টি কবিতা