১৯৯৫ সাল। নিজ বাসভবনে বিখ্যাত চিত্রনায়কের রহস্যজনক মৃত্যু যখন স্তম্ভিত করে দিয়েছিল সমগ্র দেশকে, ঠিক তখনই আরও তিনটি অচেনা মৃতদেহ পাওয়া যায় সেই চিত্রনায়কের বাসভবনের বিশ কিলোমিটারের মধ্যে। কিন্তু দুটো ঘটনার কি কোনও সম্পর্ক আছে, নাকি একদম কাকতালীয়- তা কেউ ধারণা করতে পারেনি। বিশ বছর পর, ২০১৫ সাল। ঢাকা ও ঢাকার আশপাশে বিভিন্ন স্থানে ছড়াচ্ছে নৈরাজ্য ও নাশকতা। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ক্ষুরধার বুদ্ধির লোকটি কে? চার বছর আগে ঘটে যাওয়া সিরিয়াল কিলিং কেসটির সাথে নকশা মিলে যাওয়া দেখে অবাক হয়ে যান বিখ্যাত গোয়েন্দা, অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার দারাশিকো সিদ্দিকী। স্বতঃপ্রণোদিত হয়ে অনুসন্ধান চালাতে শুরু করেন তিনি। সঙ্গী হিসেবে এবারও তানজীম আর অনিক। কিন্তু স্বনামধন্য এক শল্যচিকিৎসকের ওপর কেন বিঁধেছে সন্দেহের তীর? অন্যদিকে বলকান অঞ্চলে সফল অভিযান সম্পন্ন করে গুপ্তচর কাসপার হাউজার ফিরে আসতে চায় নিজ দেশে। বিখ্যাত শল্যচিকিৎসক, রহস্যময় গুপ্তচর কাসপার হাউজার, নাশকতাকারী নবাগত ক্ষুরধার বুদ্ধির অপরাধী আর বিশ বছর আগে ঘটে যাওয়া চিত্রনায়ক এবং তিন হতভাগ্য ব্যক্তির মৃত্যু- এই একাধিক রহস্যের জাল কি সত্যিই উন্মোচিত হবে এবার? জানতে হলে পড়তে হবে সম্মোহনী জগতের দ্বিতীয় উপন্যাস "রবাহূত"।