তাইওয়ানের আধুনিক কবিতা: পটভূমি ও ইতিহাস প্রসঙ্গ মাসুদুল হক তাইওয়ানে আধুনিক কবিতার ঐতিহাসিক সূচনা ঘটেছিল ১৯৪৫ সালে জাপানিদের আত্মসমর্পণের পর চীন প্রজাতন্ত্রে দ্বীপটির প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বা আরো প্রাসঙ্গিকভাবে বলা যায়, ১৯৪৯ সালে চ্যাং কাই-শেক যখন থেকে তাঁর সেনাবাহিনী ও প্রশাসনের অবশিষ্টাংশ নিয়ে চীনের মূল ভূখন্ড ছেড়ে তাইওয়ানে আশ্রয় নিয়েছিলেন। পূর্ববর্তী সময়ে চীনা ও জাপানি সাহিত্যের প্রভাব যে তাইওয়ানের সাহিত্যের ওপর পড়েনি, তা নয়- আসলে এটি অনুসন্ধানের বিষয়- তবে সেই সময়ের ঐতিহাসিক পরিস্থিতি তাইওয়ানের সাহিত্যের ধারাবাহিকতাকে সরাসরি ব্যাহত করেছিল। কিছু ব্যতিক্রমী ঘটনা ছাড়া, তাইওয়ানের কাব্য-সাহিত্যের ঐতিহ্যের পুনরাবির্ভাব হতে আরো বিশ বছর লেগেছিল। ১৯৪৬ সালের পর চীনের জাতীয়তাবাদী সরকার চীনা সংস্কৃতি ও ভাষা চাপিয়ে দেওয়ার একটি নীতি প্রয়োগ করে, যার অর্থ তাইওয়ানিজ ভাষা ও সংস্কৃতি থেকে জাপানি প্রভাবগুলো কার্যকরভাবে অপসারণ করা। এতে করে চীনা প্রশাসনের সরকারি সংস্কৃতি তাইওয়ানিদের মধ্যে একটি নতুন ফাটলের মুখ খুলে দেয়, যেমনটি ১৯৩৬ সালের পর জাপানিরা তাদের একচেটিয়া সাংস্কৃতিক প্রভাব চাপিয়ে দ্বীপটির মানুষের জীবন, সাহিত্য ও সংস্কৃতিতে ফাটল তৈরি করেছিল। ঐ সময়, যাঁরা তাইওয়ানে আধুনিক সাহিত্য ও কবিতার বিকাশে অগ্রণী ভ‚মিকা পালন করেছিলেন, তাঁরা সাথে করে নিয়ে এসেছিলেন চীনা সাহিত্য ও সংস্কৃতির সংগ্রাম, সমস্যাসহ উত্তরাধিকার।