আমার কাছে দেশ ভ্রমণের মত আনন্দ, বিনোদন, রোমাঞ্চ, উত্তেজনা আর শিক্ষণীয় আর কিছুতে নেই। এজন্য ভ্রমণের শখ আমার আজন্ম। অতি শৈশব থেকেই আমি ভ্রমণ পাগল। যখন যেখানে সুযোগ পেয়েছি নাওয়া-খাওয়া ভুলে ছুটে গিয়েছি নানা জায়গায় এক অজানা আকর্ষণে। যত বড় হয়েছি এই আকর্ষণ এবং নেশা তীব্র থেকে তীব্রতর হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা দেখতে পেরেছি! নিজ দেশের গন্ডি পেরিয়ে ১৯৯৬ সালে আমার প্রথম বিদেশ ভ্রমণ শুরু হয় ভারত ভ্রমণের মধ্য দিয়ে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যখন ভারতের মাটিতে আমার পদ স্পর্শ করলো তখন এক অব্যক্ত ও অনির্বচনীয় আনন্দে আমার সারা দেহ-মন আন্দোলিত হয়েছিল। আনন্দ, উদ্বেলতায় নিজকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত হচ্ছিলাম। যে দিকে তাকাই সবকিছু আমার কাছে নতুন, বৈচিত্রময়, রহস্যময়, সুন্দর, চিত্তাকর্ষক মনে হচ্ছিল। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ এশিয়া, আফ্রিকার অনেক দেশ ভ্রমণ করেছি। ভ্রমণ শেষে ফেসবুকে বিভিন্ন দেশের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে অনেক পোস্ট দিয়েছি। ভ্রমণ বিষয়ক বই বের করবো এমন কোনো চিন্তাভাবনা ছিলো না। ফেসবুক বন্ধুরা আমার ভ্রমণ কাহিনি পড়ে বই বের করার জন্য অনুপ্রাণিত এবং অনুরোধ করেছেন। আমার প্রথম বই ‘দেশ থেকে দেশান্তরে’ পাঠকমহলে সমাদৃত হয়েছে। আশা করি ‘ফেরাউনের দেশে’ বইটিও ভ্রমণপিপাসুদের কাছে সমাদৃত হবে। বইটি পাঠক মনে সামান্য আনন্দ সঞ্চার করতে পারলে মনে করবো আমার প্রচেষ্টা সফল হয়েছে। -আলাউদ্দিন আল আজাদ
আলাউদ্দিন আল আজাদ। জন্ম ১৯৬২ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শাহ্পুর গ্রামে। বাবা তফাজ্জল হোসেন, মা জাহানারা বেগম। ৯ ভাইবোনের মধ্যে চতুর্থ। জনাব আজাদ এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় যথাক্রমে নবম ও একাদশ স্থান অধিকার করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছোটোবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতি মনা আজাদের লেখালেখির শুরু স্কুল জীবন থেকে। স্কুল এবং কলেজ জীবনে অনেক কবিতা, ছোটো গল্প, প্রবন্ধ রচনা করলেও এ পর্যন্ত কোনো বই প্রকাশ করেননি। জনাব আজাদ শৈশব থেকেই বাবার প্রগতিশীল চিন্তায় অনুপ্রাণিত। বর্তমানে উনার একমাত্র শখ দেশ-বিদেশ ভ্রমণ। ভ্রমণ তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। ‘দেশ থেকে দেশান্তরে’ ভ্রমণ কাহিনি আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত গ্রন্থ। তিনি বহু দেশ ভ্রমণ করলেও এই গ্রন্থে ৮টি দেশের ভ্রমণ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। জনাব আজাদ বাংলাদেশ ব্যাংকে ৩২ বছর চাকরি জীবন শেষ করে সম্প্রতি অতিরিক্ত পরিচালক হিসেবে অবসরে গিয়েছেন।