কবিতা বা কাব্য হলো, শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস। একজন কবির আবেগ- অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ। অত্যাবশ্যকীয়ভাবে সেই ভাবার্থ উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ফ্রস্ট/Robert Frost এর ভাষায়: "Poetry is when an emotion has found its thought and the thought has found words." অর্থাৎ কবিতা হলো, আবেগ যখন তার চিন্তা খুঁজে পায় এবং চিন্তা শব্দ খুঁজে পায়। উল্লিখিত কথাগুলো আমার স্নেহভাজন, জীবন ও প্রকৃতির কবি, কবিকুঞ্জের সক্রিয় সদস্য শামীমা নাইসের কবিতার ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। তার তৃতীয় কাব্যগ্রন্থ: "নিঃসঙ্গ অরণ্যে নীল ঘাসফুল" প্রকাশিতব্য গ্রন্থে গ্রন্থিত কবিতাগুলো আমার পড়ার সুযোগ হয়েছে। কবিতাগুলো সুপাঠ্য: আমার ভালো লেগেছে। আমি বিশ্বাস করি তার কবিতাগুলো বোদ্ধা পাঠক কর্তৃক সমাদৃত হবে। কবি শামীমা নাইসের কবিতার কাব্যরস, আবেগের তীব্রতা, শব্দ প্রয়োগের ছান্দসিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রেম, বিরহ, জীবন ও প্রকৃতি ঘনিষ্ঠ করিতাগুলো অনুভূতির কোমলতার কারণে যথেষ্ট হৃদয়-সংবেদী। যাপিত জীবনের আনন্দ-বেদনা, বিরহ, অভিমানী সুর, হেমন্তের হিমশীতল বাতাস, বসন্তের পাতাঝরা রূপ, পাহাড়, সমুদ্র, নদ-নদী, জোছনা, চাঁদ, ফুল, পাখি, মায়াবী বৃক্ষ, সবুজ প্রকৃতি ইত্যাদির সঙ্গে কবি শামীমা নাইসের সম্পর্ক খুব নিবিড়। সেসব কারণে তার কবিতায় জীবন ও প্রকৃতি ধরা দিয়েছে নানা রূপে। শূন্যতার গিরিখাদে স্বপ্ন খুঁজে বেড়ানো কবি- সুন্দর শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখেন। কবি শামীমা নাইস তার কবিতায় যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে কথা বলেছেন সাহসী উচ্চারণে। উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত জনগোষ্ঠী, নারীর ক্ষমতায়ন, সমতা ইত্যাদি বিষয় তার কবিতায় সুস্পষ্ট। পৃথিবীর সকল জাতের, শ্রেণি, পেশার মানুষের প্রতি তার ভালোবাসা আমাকে বিমোহিত করেছে।
কবি শামীমা নাইসের কবিতার উপজীব্য মানুষ, প্রেম ও প্রকৃতি। তিনি কৈশোর কাল থেকে কবিতা চর্চা শুরু করেছেন। কবিতায় তার আজন্ম বসবাস। কবিতা লেখার পাশাপাশি তিনি কবিতা আবৃত্তিও করেন। নিমগ্ন প্রার্থনায় তুমি কবি শামীমা নাইসের প্রথম কাব্যগ্রন্থ। পেশাগত জীবনে তিনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা। তাঁর মা আনোয়ারা বেগম শিক্ষকতা করতেন, বাবা নুরুল হুদা ছিলেন সরকারি কর্মকর্তা। জীবনসঙ্গী লিটন সরকার, দুই ছেলে অর্ণব ও অরন্যকে নিয়ে কবি শামীমা নাইসের সুখের সংসার। তিনি ১৯ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন।