আমাদের নানাভাই, প্রগতিশীল এই মানুষটি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জীবনধারণ করেছেন। তার জীবন ছিল মার্জিত রুচিশীল ও নিয়মতান্ত্রিক। নিজের উপদেশ ও তত্ত্বাবধানে পরিবারকে গড়ে তুলেছেন আদর্শ পরিবার হিসেবে। এ নিয়ে তিনি গর্ব করতেন আত্মতৃপ্তিতে। এই সুখ কে আশ্রয় করে জীবনধারা যেভাবে সাজাতে চেয়েছেন জীবন ঠিক সেই ছন্দে অতিবাহিত হয়ে আসছিল এত সুখের মাঝে খোদা আবার পরীক্ষা নিতে চাইলেন মনে হয়। হঠাৎ অসুস্থ হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তার নাতি নাতনি জামাই সহ পাঁচজন ডাক্তার হওয়ায় রোগ নির্ণয় হল অপেক্ষাকৃত দ্রুততম সময়ে। কিন্তু এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। নানার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পরল এক মুহূর্তে সব লন্ডভন্ড হয়ে গেল সুস্থ থাকাকালী নানা খুব করে চাইতেন তার লেখাগুলো বই আকারে প্রকাশ করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে। তাই তার আকাঙ্খিত ইচ্ছা পূরণে, এক ফালি প্রশান্তি দেয়ার নিমিত্তে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বইটিতে সত্তরের দশক থেকে ২০২৪ সাল পর্যন্ত তার জীবনব্যাপী বাছাইকৃত কাব্য রচনার ক্ষুদ্র সংকলন। সূখ-দুঃখ, সামাজিক চিন্তা-চেতনা সমৃদ্ধ কবিতার বইটি তার প্রকাশিত সাহিত্য জীবনের প্রথম সোপান তাই ভুলত্রুটি মার্জনীয়। আমাদের নানাভাই বর্তমানে চিকিৎসাধীন। রোগ মুক্তির দীর্ঘায়ু কামনা করে পাঠক সমাজে দোয়ার আবেদন রইল। সবাই চলে যাবেন একদিন কিন্তু তার ইতি গেথে থাকবে হাজার বছর, ভক্ত মনে কালে সাক্ষী হয়ে।