রুবাই কি? চরণগত বিশেষ মিল ও ছন্দ বজায় রেখে। একটিমাত্র ভাবকে হৃদয়গ্রাহী করে চার চরণের কাব্যময় দর্শন ভিত্তিক কবিতাকে রুবাই বলে। রুবাই এ সাধারণত ১ম, ২য় এবং ৪র্থ লাইনে অন্ত্যমিল থাকে কিন্তু ৩য় লাইনটি মুক্ত থাকে। রুবাইয়াত কাব্যের উত্থান ঘটেছে ইরানের বিখ্যাত কবি, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের (১০৪৮-১১৩১ খ্রি.) হাত ধরে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, এ ই নিকোলাস, ই এইচ হুইনফিল্ড, জন পেইন, এডওয়ার্ড ফিড জেরাল্ডসহ অনেক খ্যাতনামা কবি ও সাহিত্যিক কবি ওমর খৈয়ামের রুবাইয়াত বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন। সাহিত্য সংস্কৃতি, কাব্য, গীতিকাব্য, রুবাইয়াত ইত্যাদি চর্চা আদিকাল থেকে মানুষকে সংকীর্ণতা মুক্ত করে। সমাজে বের করে এনেছে এবং দেশ, জাতি ও সমাজের মধ্যে পারস্পরিক সেতু বন্ধন রচনা করেছে। প্রেম, দ্রোহ, আনন্দ, বিষাদ, মনের আশা, ঐতিহাসিক ঘটনা, দৈনন্দিন ঘটনাপ্রবাহ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আধ্যাত্মিক চেতনা, আশাবাদ, নৈরাশ্যবাদ, মুফিবাদ, দর্শন তত্ত্ব ইত্যাদির প্রতিফলনের চিত্র অঙ্কিত হযয়েছে এ গ্রন্থের রুবাইয়াতের ছত্রে ছত্রে। রুবাইগুলোর নির্মাণশৈলী ও কল্পচিত্র বিনির্মাণে কবির মেধা ও মনন সবার কাছে নন্দিত হবে নিঃসন্দেহে। গ্রন্থটির বহুল প্রচার ও প্রসার প্রত্যাশা করি।