সৈয়দা নিগার বানু একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং গবেষক। খুলনায় তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। চলচ্চিত্র বিষয়ে স্নাতকোত্তর করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন, ইউ কে থেকে। সেই সাথে প্রায় ৭ বছর দেশ টিভি, চ্যানেল আই, একুশে টিভি-র মতো টেলিভিশন মিডিয়ায় কাজ করেছেন অনুষ্ঠান প্রযোক হিসেবে। একই সাথে ভারতের দিল্লি, আসাম; কেনিয়া, কাতার, জার্মানি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশে ফিল্ম বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তারপর দেশে ফিরে তিনি নির্মাণ করেছেন বেঙ্গল ক্রিয়েশন্স-ও প্রযোজনায় খুলনা অঞ্চলের মানুষের জীবন-সংগ্রাম নিয়ে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা পানি’। এপর্যন্ত তিনি ২২টির মতো মুক্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করছেন এবং ২৫০টির বেশি ভিডিও কনটেন্ট প্রযোজনা করেছেন। চলচ্চিত্র ছাড়াও তিনি সৃজনশীল লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। প্রকাশিত হয়েছে একাধিক বই। তবে তিনি গণমানুষের চলচ্চিত্রে অংশগ্রহণে বিশ্বাসী। তাই তিনি আবার ফিরে এসেছেন নিজ এলাকায়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদেরকে ‘গণ সিনেমা’ আন্দোলনে সম্পৃক্ত করে তাদের নিজস্ব গল্প নিজের দমে বলার সাহস যুগিয়ে যাচ্ছেন তিনি। এই লক্ষে তিনি খুলনায় একই সাথে চুকনগরের কাশিমপুর, ডুমুরিয়ার বারোয়াঁড়িয়া, ফুলতলার চৌদ্দমাইল, রূপসার নন্দনপুর এবং অভয়নগরের গোবিন্দপুর গ্রামে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ‘গণ সিনেমা’ আন্দোলনের আওতায় প্রথম চলচ্চিত্র ‘শেকড়ের গল্প’ নির্মিত এবং প্রদর্শিত হয়েছে। ২০১৪ সালে থেকে তিনি প্যারালেল সিনে মুভমেন্ট (পি সি এম), খুলনা’র পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন। চলচ্চিত্র প্রশিক্ষণ-নির্মাণ-প্রদর্শন কেন্দ্রিক ‘গণ সিনেমা’ আন্দোলনের ভিত্তিতে গঠিত এটিই খুলনার একমাত্র ফিল্ম ইন্সটিটিউশন। পিসিএম ছাড়াও খুলনার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল আর্কাইভ নির্মাণের উদ্যোগে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘খুলনা ইন্সটিটিউট’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, খুলনার বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সাথে সরাসরি যুক্ত থেকে খুলনাঞ্চলে একটি সাংস্কৃতিক বলয় নির্মাণে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।