একটি স্বনামধন্য প্রাইভেট হাইস্কুলে সন্তানদের ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে চার জোড়া দম্পতি সিদ্ধান্ত নেয়, তারা তাদেরই মধ্যে একজনের কটেজে পুরো গ্রীষ্মকাল কাটাবে। সেখানে একজন প্রাইভেট শিক্ষক ব্যক্তিগতভাবে তাদের সন্তানদের পাঠদান করবেন। শান্ত হিমেগামি লেকের তীরে অবস্থিত জায়গাটা বেশ মনোরম এবং সুন্দর। তবুও বাচ্চাদের পড়াশোনা আর বড়োদের পদচারণায় জায়গাটায় অদ্ভুত এক পরিবেশ বিরাজ করে— তন্মধ্যে সকলের উদ্বেগ আর ব্যর্থতার ভয় স্পষ্ট। শুধুমাত্র এ দলের সাথে সর্বশেষ যুক্ত হওয়া সুনসুকে নামিকিকে সেই পরিবেশ তেমন প্রভাবিত করতে পারেনি। সে তার দত্তক সন্তানের ইচ্ছের ওপর কোনো ধরণের চাপ প্রয়োগ করতে রাজি নয়। অন্যদিকে তার সেক্রেটারির সাথে থাকা সম্পর্কের কারণে বিবাহ বিচ্ছেদের কথাও ভাবছে সে। ঠিক তখনই হঠাৎ একদিন তার প্রেমিকা খুন হয় আর তার স্ত্রী এ হত্যার দায় স্বীকার করে নেয়। কিন্তু নামিকির মন তাতে সায় দেয় না কিছু কারণে। আসল ঘটনা জানার জন্য তদন্তে নামে সে। কেন ছয়জন ব্যক্তি তথ্য গোপন করে হত্যাকাণ্ডের মতো বিষয়ে জড়ানোর ঝুঁকি নেবে? শুধুই কি বন্ধুত্বের খাতিরে? তদন্তের এক পর্যায়ে অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসতে থাকে নির্মম সত্য। এমনি সব তথ্য যা নামিকিকে স্তব্ধ করে দেয়ার জন্য যথেষ্ট। তবু সেই সত্যের আড়ালে যে মিথ্যা লুকোনো আছে, নামিকি কি তা বের করতে পারবে? সবকিছু এড়িয়ে খুনি আসলে কে, তা কি ধরতে পারবে? জানতে হলে পড়ুন কেইগো হিগাশিনোর 'সিক্রেট অভ দ্য লেক'।
কেইগো হিগাশিনো (জন্ম: ফেব্রুয়ারি ৪, ১৯৫৮, ইকুনো ওয়ার্ড, ওসাকা, জাপান) একজন জাপানি লেখক প্রধানত তার রহস্য উপন্যাসের জন্য পরিচিত। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাপানের রহস্য লেখকের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।