র্যালফ ফক্স-এর জন্ম ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স শহরে ১৯০০ খ্রিস্টাব্দের মার্চ মাসে। এক সচ্ছল মধ্যবিত্ত ঘরের সন্তান তিনি। সেভাবেই শুরু তার শিক্ষা জীবন। ১৯১৭-তে সোভিয়েত অক্টোবর বিপ্লব যখন বিজয় লাভ করে তখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্র জীবনেই তিনি 'দুনিয়া কাঁপানো' অক্টোবরের দিনগুলোর প্রতি আকৃষ্ট হন। মনোযোগী হন রুশ বিপ্লবের কর্মধারার প্রতি। গভীর আগ্রহ নিয়ে লক্ষ করতে থাকেন জারের স্বৈরাচারের বিরুদ্ধে রুশ শ্রমিক শ্রেণীর বৈপ্লবিক সংগ্রামের প্রতিটি পর্যায়। ছাত্রজীবন থেকেই তিনি তার মেধা আর মননের পরিচয় দিয়েছেন। সেই সূত্রে স্বাভাবিক ভাবেই তিনি বুদ্ধিজীবী সাহিত্যিক জীবন বেছে নিতে পারতেন। বেছে নিতে পারতেন পণ্ডিতসুলভ অলস গৃহবন্দী সংস্কৃতি চর্চার জীবন। এরকমই ছিলো তার পারিবারিক পরিবেশ। কিন্তু তা হলো না। বরং র্যালফ ফক্স রুশ শ্রমিক শ্রেণী এবং কৃষক সমাজের আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন। ১৯২০-তে তিনি চলে যান সোভিয়েত ইউনিয়নে। সেখানে তিনি সঙ্গী হলেন সবচেয়ে দুর্ভিক্ষ কবলিত এলাকার মানুষদের। নতুন এক শোষণহীন সমাজ গঠনের সংগ্রামের প্রতি একাত্ম হয়ে হাতে তুলে নেন সাংবাদিকের লেখনী। ক্রমে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। সেখানে কোনো পদের প্রত্যাশা না করে ১৯৩৬-এ চলে যান স্পেনে। যোগ দেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে। অংশ নেন সরাসরি যুদ্ধে। সেই যুদ্ধেই তিনি প্রাণ হারান মাত্র ৩৬ বছর বয়সে।
অধ্যাপক ও সাংবাদিক। ১৯৬৮-তে বাংলা ভাষা-সাহিত্যের অধ্যাপনায় যোগদান। বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ও ব্রজমোহন কলেজ এবং খুলনা ব্রজলাল কলেজে চাকরি শেষে অবসর গ্রহণ জানুয়ারি ২০০৪-এ। ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে দৈনিক বাংলাদেশ সময়-এর নির্বাহী সম্পাদক। কাজ করেছেন সাহিত্য-তত্ত্ব নিয়ে। লিখেছেন সাহিত্য স্বরূপ, সাহিত্য-সংজ্ঞা, অভিধান, ছন্দ অলঙ্কার রস-তত্ত্ব। এই সূত্র ধরেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-তত্ত্ব সন্ধান। অনুবাদ করেছেন প্লেটোর কাব্য-ভাবনা, এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা এবং লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব। এই চার যুগন্ধর পণ্ডিতের সাহিত্য-তত্ত্ব সমন্বয়ে প্রকাশিত হয়েছে তাঁর ধ্র“পদী সাহিত্য-তত্ত্ব। আরও অনুবাদ করেছেন এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা ও নয়া মানবতাবাদ; র্যালফ ফক্স-এর উপন্যাস ও জনগণ এবং ই এম ফরস্টারের উপন্যাসের যত বিষয়। সম্পাদনা করেছেন অশ্বিনীকুমারের রচনাসংগ্রহ, মুকুন্দদাসের যত লেখা, মুকুন্দদাসের দেশগান, চারণকবি মুকুন্দদাস প্রসঙ্গ, মাইকেল মধুসূদন দত্ত-র প্রহসন, পরশুরাম ও তার গড্ডালিকা, সত্যেন সেন ধ্র“পদী গণ-কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত ইত্যাদি গ্রন্থ।