তৌফিক মারুফের কবিতার জগৎ তৌফিক মারুফের লেখার কেন্দ্রিয় সুর--মায়া। পাতার সঙ্গে বোঁটার যে সম্পর্ক, সে সম্পর্কই মায়ায় বাঁধানো-- যা একদিন বিচ্ছিন্ন হবে বোঁটা থেকে, ঝরে পড়বে মাটিতে-- অনন্ত মায়ায় মিশে যাবে। মারুফের মায়ার জগৎ যেন একটি বৃক্ষের মতোই। বৃক্ষের যেমন রয়েছে শাখা-প্রশাখা, পত্র-পল্লব, ফুল ও ফলের বিস্তার, তেমনি। বৃক্ষের যেমন প্রতিটি অঙ্গের সঙ্গে অন্যান্য অঙ্গের রয়েছে অঙ্গাঙ্গী সম্পর্ক, যদিও এই সব সম্পর্ক একদিন ছিন্ন হয়-- মানবজীবন এই বৃক্ষের মতো, কতশত মায়ার বন্ধন একদিন ধূসর হয়ে যাবে-- এই আর্তনাদই তৌফিক মারুফের কবিতার দহন। এই যে আমরা সংসার রচনা করি, এই সংসার তো একটি মায়ার নাম। দীর্ঘদিন ধরে একই ঘরে আমরা এক এক করে জন্মাই। তারপর মায়ার বন্ধনে আমরা বহুকাল ধরে বেড়ে উঠি, কিন্তু একদিন এইসব মায়াময় পৃথিবীর সমস্ত সম্পর্কের বন্ধন ছেড়ে আমাদের চলে যেতে হয় চিরঘুমে, তৌফিক মারুফের ভাষায় যা মায়াঘুম। মায়াঘুম কবিতাগ্রন্থে পাঠক মোহময় পৃথিবীর রুপ, কাতরতা আর কেবলই হারাই হারাই এই হাহাকার নিয়ে এমন এক মায়ার জগতে প্রবেশ করবেন, যা থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। আলফ্রেড খোকন, কবি