'মনের বিস্তৃত দেয়ালে অবিকৃত তুমি/আজীবন অজর এই প্রেম,/আজীবন যেন অক্ষত এই মোহ-মায়া।' জীবন বয়ে চলে, বহমান। স্রোতের কাছে নানা উঠা- নামা। প্রবল এই প্রাণ যেন নদী। নিরন্তর বয়ে চলে। এই কবিতা স্মৃতির দীপ জ্বেলে যায়। স্বপ্ন- ছায়ায় ভেসে যায় মন। কবি ফারিহা জেসমিন ইসলাম কবিতার তেপান্তরে প্রথম ফুল ফুটিয়েছেন। ইয়ারার জলে স্মৃতির ছায়া তার প্রথম কবিতার বই। ।।। ফারিহা জেসমিন ইসলাম ১৯৮৭ সালের ফেব্রুয়ারি চট্টগ্রামের দোহাজারিতে জন্মগ্রহণ করেন। সমুদ্র পাড়ের কন্যা, মাতামুহুরির তীরে বেড়ে উঠেছেন। তার পৈতৃক নিবাস; কক্সবাজার জেলার চকরিয়ায়। মা মিসেস গুলশান আকতার, বাবা মো: ইলিয়াস চৌধুরী। পড়াশোনায় হাতেখড়ি তার মায়ের কাছে। প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। পরে থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে এমএ অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতা করছেন। শৈশব থেকে গান, বিতর্ক, আবৃত্তি, বক্তৃতা, সৃজনশীল লেখায় পারদর্শী ফারিহা। তার লিখিত একাধিক গবেষণামূলক নিবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কলাম লেখেন নিয়মিত।