পোড়াগাঁয়ের সুবৃহৎ জমিদার বাড়িতে একা থাকে একটি প্রকাশনার পরিচালক প্রান্তিক রায় চৌধুরী। একরাতে হঠাৎ-ই আজব সব ভৌতিক ঘটনা ঘটতে আরম্ভ করল তার সাথে। সেইসাথে বাগানের পেছন থেকে আসা কোনো শিশুর করুণ আর্তনাদ শুনে অন্ধকার রাতে বাড়ি থেকে বের হয়ে দেখা মেলে সাদা কাপড়ে শরীর মোড়ানো এক পিশাচীর। অন্যদিকে সহকর্মী তুষারের দেওয়া এক পাগলের বর্ণনায় মাঝরাত্তিরে শরৎঘাটের উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজের পর তার বাড়িতে সন্দেহপ্রবণ মানুষের আনাগোনা দেখে সেই আগন্তুকদের পিছু নিয়ে বনের গভীরে বিপত্তি ঘটল তুষারের। একদিকে প্রান্তিক, অন্যদিকে তুষারের দুই বনে আটকে পড়া এবং ভয়ংকর এক নরখাদক তান্ত্রিকের উপদ্রবে অনবরত ঘটতে থাকল অতিপ্রাকৃত ব্যাখ্যাহীন ঘটনাবলি। শুরু হলো দুজনের ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা কাটিয়ে বেঁচে থাকার এক কঠিন অভিযান। ক্রমেই রহস্য গাঢ় হতে লাগল। তারা দুজন কি বন থেকে বের হতে পেরেছিল ? সাদা কাপড়ের পিশাচী আসলে কী ছিল ? আর সেই পাগলটাই-বা কে যার কথায় প্রান্তিক বিভ্রান্ত হয়ে নিখোঁজ হলো ? সেই দুজন লোকই-বা কারা যারা তুষারের চোখের সামনে অদৃশ্য হলো ? নাকি সবকিছুর ব্যাখ্যা আরও জটিল ?
রফিকুজ্জামান আকিব (শুভ্র) জন্ম খুলনা শহরে, ২০১০ সালের ১৯ মে। বর্তমানে খুলনা জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। লেখালিখিটা শখের বশে, যদিও নিজেকে লেখক না বলে পাঠক বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রিয় লেখকের বইসহ বিভিন্ন বই পর্যালোচনা করে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত পঠিত ও সংগৃহীত বইয়ের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বপ্রতিষ্ঠিত 'বইপ্রেমী পাঠকদের সম্মিলন' নামক একটি সাহিত্যবিষয়ক অনলাইন সংগঠনের মাধ্যমে লেখালিখির জগতে ভিন্ন কিছু করার ইচ্ছে পোষণ করেন। লেখালিখিতে হাতেখড়ি দ্বিতীয় শ্রেণি থেকে। সেই ধারাবাহিকতায় নিয়মিত গল্প-কবিতা লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। কমিকস্, গোয়েন্দা, রহস্য এবং রোমাঞ্চকর অভিযাত্রা জনরা ভীষণ প্রিয়পাঠ্য। নিয়মিত লিখছেন কমিক সিরিজ 'পিলু-মিলু'।