ড. মোঃ মোস্তাফিজুর রহমান ১৯৬৭ সালের ০২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নরুন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ রমিজ উদ্দিন আর মাতার নাম নূরজাহান বেগম। সাত ভাই-বোনের মধ্যে লেখক সবার বড়। তার শৈশব আর কৈশোর কেটেছে দিগন্ত বিস্তৃত বেলাই বিলের ধারে সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা নরুন গ্রামে। বিল ঝিলের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। নিজ গ্রামে অবস্থিত নরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েই লেখকের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। নরুন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে প্রথম বিভাগ পেয়ে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ হতে প্রথম বিভাগে ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে কর্মরত আছেন। ড. মোঃ মোস্তাফিজুর রহমান ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে ১৩তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে বর্তমানে তিনি পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে প্রধান (অতিরিক্ত সচিব) হিসেবে দক্ষতা, সততা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। শিক্ষানুরাগী এই কর্মকর্তা জাপান সরকারের অত্যন্ত সম্মানজনক ‘মোনবশু’ বৃত্তি নিয়ে ২০০১ সালে জাপান গমন করেন। তিনি ২০০৩ সালে জাপানের কচি বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট সাইন্স বিষয়ে কৃতিত্বের সাথে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে একই বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চাকুরিকালীন সময়ে উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ, সভা, সেমিনার ইত্যাদি উপলক্ষ্যে জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মননশীল গুণের অধিকারী এই মানুষটি তার শত ব্যস্ততার মাঝেও লিখছেন। ‘নীলিমার ছায়ায়’ গ্রন্থটি লেখকের প্রথম কাব্যগ্রন্থ।