কবিতার বই "রক্ত দিয়ে কেনা"। প্রাণ-প্রকৃতি, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, যুদ্ধ-সংঘাত, নদী-খাল-বিল, দেশ-মাটি-মানুষ ইত্যাদি বিষয়কে উপজীব্য করে লেখা কবিতাগুলো আপনাকে এনে দেবে অন্যরকম মুগ্ধতা। ১। নীলাম্বরী ২। রক্ত শপথ ৩। বিজয় দিবস ৪। রক্ত দিয়ে কেনা ৫। রক্ত ঋণ ৬। বাংলাদেশ ৭। রাঙা প্রভাত ৮। শান্তি সমাজ ৯। স্বপ্ন ও জীবন ১০। ক্ষণিক জীবন ১১। ওঁরা মুক্তিযোদ্ধা ১২। আমি কান্না দেখেছির মতো কবিতাগুলো আপনাকে নিয়ে যাবে অন্য এক ভুবনে। ড. মোঃ মোস্তাফিজুর রহমান ১৯৬৭ সালের ০২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নরুন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব আর কৈশোর কেটেছে দিগন্ত বিস্তৃত বেলাই বিলের ধারে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নরুন গ্রামে। বিল-ঝিলের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। কবির জীবন স্মৃতি ও সমসাময়িক বিষয়ে তাঁর আনন্দ বেদনার অনুভূতিগুলো ফুটে উঠেছে কবিতার ছন্দে ছন্দে। সহজ সরল প্রাঞ্জল ভাষায় রচিত কবিতাগুলো সহজেই যে কারো হৃদয়কে স্পর্শ করবে । শিক্ষা জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন সদস্য। তাছাড়া তিনি জাপানের কচি বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট সাইন্স বিষয়ে ২০০৩ সালে এমএসসি এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মননশীল গুনের অধিকারী এই মানুষটি তার শত ব্যস্ততার মাঝেও লিখছেন। "রক্ত দিয়ে কেনা" গ্রন্থটি লেখকের অন্যতম একটি কাব্যগ্রন্থ। আশাকরি এর প্রতিটি কবিতা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। পড়ে দেখার জন্য কয়েকটি কবিতা এ সাথে দেয়া হলো।